পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Barasat Murder Case : যাত্রী তোলা নিয়ে বচসা, বাস চাপা দিয়ে খুনের অভিযোগ চালকের বিরুদ্ধে

যাত্রী তোলা নিয়ে বচসার জেরে এক বাসচালককে পিষে মারার অভিযোগ অন্য এক বাসচালকের বিরুদ্ধে (Driver allegedly runs over bus on a man in Barasat) ৷ ঘটনাটি ঘটেছে বারাসতে 34নং জাতীয় সড়কে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমল সরকার নামে ওই বাসচালকের ৷ অভিযুক্ত বাসচালক এবং বাসের কনডাক্টর পলাতক ৷

Barasat Crime News
Driver Allegedly Run-Over The Bus on A Person in Barasat

By

Published : Mar 8, 2022, 10:34 AM IST

বারাসত, 8 মার্চ : যাত্রী তোলা নিয়ে দুই বাসচালকের মধ্যে বচসার জের, এক বাসচালককে পিষে মারার অভিযোগ উঠল অপরজনের বিরুদ্ধে (Driver allegedly runs over bus on a man in Barasat) ৷ ঘটনাটি ঘটেছে বারাসতের 34নং জাতীয় সড়কে পুলিশ সুপারের দফতরের সামনে ৷ যাত্রী তোলা নিয়ে দুই বাসচালক এবং কনডাক্টরের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ ৷ আর সেই বচসার জেরে কমল সরকার নামে ওই বাসচালককে অপর বাসের চালক চাপা দিয়ে দেন বলে অভিযোগ ৷ ঘটনার পর ঘাতক বাসটি ফেলে রেখে চালক ও কনডাক্টর সেখান থেকে পালিয়ে যায় ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান ওই রুটে চলাচলকারী অন্যান্য বাসের চালক এবং কনডাক্টররা ৷

পুলিশ সূত্রে খবর, কলকাতা-বহরমপুর রুটের একটি বাস গতকাল বিকেলে 34নং জাতীয় সড়কের উপরে বারাসত-ময়না চেক পোস্টের কাছে খারাপ হয়ে যায় ৷ সেটি সারানোর কাজ চলাকালীন সেখান দিয়ে কলকাতা-করিমপুর রুটের একটি বাস যাচ্ছিল ৷ সেই বাসটিকে দাঁড় করান কলকাতা-বহরমপুর রুটের চালক এবং কনডাক্টর ৷ তাঁরা নিজেদের বাসের করিমপুরের মধ্যে যাত্রীদের অপর বাসে তুলে নেওয়ার কথা বলে ৷ কিন্তু, কলকাতা-করিমপুর রুটের বাসের চালক ও কনডাক্টর যাত্রীদের তুলতে অস্বীকার করে ৷ এ নিয়ে দু’তরফের মধ্যে কথা কাটাকাটি হয় ৷

যাত্রী তোলা নিয়ে বচসা, বাস চাপা দিয়ে খুনের অভিযোগ চালকের বিরুদ্ধে

আরও পড়ুন : Road Accident at Santipur : 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু লরি চালকের

অভিযোগ বচসা চলাকালীন কলকাতা-করিমপুর রুটের বাসচালক, তাঁর বাসটি কলকাতা-বহরমপুর রুটের বাসের চালকের উপর তুলে দেন ৷ ঘটনাস্থলেও মৃত্যু হয় কমল সরকার নামে ওই বাসচালকের ৷ প্রসঙ্গত, দুই তরফে তর্কাতর্কির মাঝেই অনেক লোক সেখানে জমা হয়ে গিয়েছিল ৷ এমনকি অন্যান্য রুটের বাসও সেখানে দাঁড়িয়ে পড়ে ৷ তাঁরা ঘাতক বাসটিকে তাড়া করলে, চালক এবং কনডাক্টর বাস ফেলে সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Bus Accident in South 24 Pargana : ডায়মন্ড হারবার জাতীয় সড়কে বাড়ির ভেতর ঢুকে গেল বাস, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে বিক্ষোভ করে অন্যান্য বাসচালক এবং অনডাক্টররা ৷ অভিযোগ চেকপোস্ট এবং জেলা পুলিশ সুপারের দফতরের সামনে এমন নৃশংস ঘটনা ঘটিয়ে কীভাবে অভিযুক্ত চালক এবং কনডাক্টর পালাল ? সেই প্রশ্ন তুলেছে তাঁরা ৷ পরে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ৷ পুলিশ বাস দু’টিকে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details