বারাসত, 8 মার্চ : যাত্রী তোলা নিয়ে দুই বাসচালকের মধ্যে বচসার জের, এক বাসচালককে পিষে মারার অভিযোগ উঠল অপরজনের বিরুদ্ধে (Driver allegedly runs over bus on a man in Barasat) ৷ ঘটনাটি ঘটেছে বারাসতের 34নং জাতীয় সড়কে পুলিশ সুপারের দফতরের সামনে ৷ যাত্রী তোলা নিয়ে দুই বাসচালক এবং কনডাক্টরের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ ৷ আর সেই বচসার জেরে কমল সরকার নামে ওই বাসচালককে অপর বাসের চালক চাপা দিয়ে দেন বলে অভিযোগ ৷ ঘটনার পর ঘাতক বাসটি ফেলে রেখে চালক ও কনডাক্টর সেখান থেকে পালিয়ে যায় ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান ওই রুটে চলাচলকারী অন্যান্য বাসের চালক এবং কনডাক্টররা ৷
পুলিশ সূত্রে খবর, কলকাতা-বহরমপুর রুটের একটি বাস গতকাল বিকেলে 34নং জাতীয় সড়কের উপরে বারাসত-ময়না চেক পোস্টের কাছে খারাপ হয়ে যায় ৷ সেটি সারানোর কাজ চলাকালীন সেখান দিয়ে কলকাতা-করিমপুর রুটের একটি বাস যাচ্ছিল ৷ সেই বাসটিকে দাঁড় করান কলকাতা-বহরমপুর রুটের চালক এবং কনডাক্টর ৷ তাঁরা নিজেদের বাসের করিমপুরের মধ্যে যাত্রীদের অপর বাসে তুলে নেওয়ার কথা বলে ৷ কিন্তু, কলকাতা-করিমপুর রুটের বাসের চালক ও কনডাক্টর যাত্রীদের তুলতে অস্বীকার করে ৷ এ নিয়ে দু’তরফের মধ্যে কথা কাটাকাটি হয় ৷
আরও পড়ুন : Road Accident at Santipur : 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু লরি চালকের