বারাসত, 17 সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরেই রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ এবার চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য শরীর থেকে রক্ত বের করে আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থীরা। নিজেদের রক্ত দিয়ে কপালে রক্ত তিলক কাটেন এবং রক্ত দিয়ে সার্টিফিকেটের প্রতিলিপিও লেখেন আন্দোলনকারীরা । বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বারাসত জেলা প্রাথমিক সংসদ অফিসের সামনে এভাবেই বিক্ষোভ-আন্দোলন শুরু করেন তাঁরা । সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করার ফলে সঙ্গীতা ঘোষ বিশ্বাস নামে এক বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন ।
চাকরির নিয়োগপত্র না পেলে শরীরের শেষ রক্তবিন্দু টেনে বের করে মৃত্যুবরণ করবেন বলে জানান আন্দোলনকারীরা । জানা গিয়েছে, 2014 সালে টেট পরীক্ষায় ডিএলএড পাশ করেন বিক্ষোভকারীরা । কিন্তু আজও পর্যন্ত তাঁরা নিয়োগপত্র পাননি । বহুবার বিভিন্নভাবে দরবার করেও কোনও সুরাহা হয়নি । উপায় না পেয়ে আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা । এর আগেও বিভিন্নভাবে টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থীদের আন্দোলন করতে দেখা গিয়েছিল । কিন্তু তারপরে আজ পর্যন্ত কোনও নিয়োগপত্র পাননি বলে দাবি আন্দোলনকারীদের । ফলে, বৃহস্পতিবার ফের ডিসিএসি অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন টেট উত্তীর্ণরা।