পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Demand: সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করে আন্দোলন টেট উত্তীর্ণদের - north 24 pgs

উত্তর 24 পরগনার বারাসতে চাকরির নিয়োগপত্রের দাবিতে নিজেদের রক্ত দিলেন ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা ৷ জেলা প্রাথমিক সংসদ অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা ৷ যদিও এই ঘটনার কথা জানেন না বলে উল্লেখ করেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার ৷

Recruitment Demand By Blood
বারাসতে চাকরির দাবিতে নিজেদের রক্ত দিলেন ডিএলএড প্রশিক্ষিতরা

By

Published : Sep 17, 2021, 10:05 AM IST

বারাসত, 17 সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরেই রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ এবার চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য শরীর থেকে রক্ত বের করে আন্দোলনে নামলেন টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থীরা। নিজেদের রক্ত দিয়ে কপালে রক্ত তিলক কাটেন এবং রক্ত দিয়ে সার্টিফিকেটের প্রতিলিপিও লেখেন আন্দোলনকারীরা । বৃহস্পতিবার উত্তর 24 পরগনার বারাসত জেলা প্রাথমিক সংসদ অফিসের সামনে এভাবেই বিক্ষোভ-আন্দোলন শুরু করেন তাঁরা । সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করার ফলে সঙ্গীতা ঘোষ বিশ্বাস নামে এক বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন ।

চাকরির নিয়োগপত্র না পেলে শরীরের শেষ রক্তবিন্দু টেনে বের করে মৃত্যুবরণ করবেন বলে জানান আন্দোলনকারীরা । জানা গিয়েছে, 2014 সালে টেট পরীক্ষায় ডিএলএড পাশ করেন বিক্ষোভকারীরা । কিন্তু আজও পর্যন্ত তাঁরা নিয়োগপত্র পাননি । বহুবার বিভিন্নভাবে দরবার করেও কোনও সুরাহা হয়নি । উপায় না পেয়ে আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা । এর আগেও বিভিন্নভাবে টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থীদের আন্দোলন করতে দেখা গিয়েছিল । কিন্তু তারপরে আজ পর্যন্ত কোনও নিয়োগপত্র পাননি বলে দাবি আন্দোলনকারীদের । ফলে, বৃহস্পতিবার ফের ডিসিএসি অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন টেট উত্তীর্ণরা।

আরও পড়ুন: পুলিশি সক্রিয়তাকে লোকদেখানো বলে অভিযোগ পবন সিংয়ের

বিক্ষোভকারীরা জানান, 2014 সালে তাঁরা প্রাইমারির টেট পাস করেছেন কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ পাননি । তাঁদের দাবি, পূর্ব প্রশিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না কিন্তু অর্ধ প্রশিক্ষিতরা চাকরি পেয়ে যাচ্ছে । আন্দোলনকারীরা বলেন, "যতক্ষণ পর্যন্ত না আমরা নিয়োগপত্র পাচ্ছি ততক্ষণ পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন চালিয়ে যাব ।" মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, "পুজোর আগে তাদের বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিক, না হয় স্বেচ্ছামৃত্যু দিক । তা নাহলে এইভাবে রক্ত দিতে দিতে নিজেদের শেষ করে দেব ।" এই বিষয়ে জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকারকে প্রশ্ন করা হলে তিনি কিছুই বলতে চাননি । ঘন্টা দেড়েক আন্দোলন চলার পর আন্দোলনকারীরা ডিসিএসি অফিসে একটি ডেপুটেশন জমা দেন এবং আন্দোলন প্রত্যাহার করে নেন ।

ABOUT THE AUTHOR

...view details