বারাসত, 31 অগস্ট:বুধবার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক তাহেরুজ্জামান। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল, পৌরসভার জঞ্জাল বিভাগের পৌরপারিষদ সৌমেন আচার্য-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা (District Administration Visits Various Areas)।
রাজ্যের শহর ও শহরতলিতে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি (Dengue in Barasat)। তালিকায় রয়েছে উত্তর 24 পরগনার জেলাও। ইতিমধ্যে জেলার একাধিক পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। তারইমধ্যে হাসপাতাল চত্বরের কোথায়ও বৃষ্টির জমা জল কিংবা ময়লা আবর্জনা পড়ে রয়েছে কি না, তা এদিন সরজমিনে খতিয়ে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকরা।