হাবড়া, 25 এপ্রিল: পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে সৎ ভাইকে কুপিয়ে খুন করল দাদা (Habra Step Brother Murder) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া থানার যশুরা এলাকায় । নিহতের নাম রঞ্জিত ঘোষ (বিরু)। অভিযুক্ত যুবক অভিজিৎ ঘোষ পলাতক ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের বাবা চান্দু ঘোষের দুটো বিয়ে । প্রথমপক্ষে তাঁর দুই দাদা ও এক দিদি রয়েছে । চান্দুর দ্বিতীয় পক্ষের ঘরে এক মেয়ে ও এক ছেলে । বিরু সবার ছোট । অভিযোগ, বছর খানেক ধরে প্রথম পক্ষের ছোট ছেলে অভিজিৎ সমস্ত সম্পত্তির তাদের দুই ভাইয়ের নামে লিখে দিতে বলছিল । সৎ ভাই-বোনেদের তারা সহ্য করতে পারত না। যা নিয়ে মাঝে মধ্যেই মদ খেয়ে বাড়িতে এসে ঝামেলা করত । এই নিয়ে পরিবারে অশান্তি লেগেই ছিল । অশান্তির হাত থেকে বাঁচতে বিরু জেঠুর বাড়িতে থাকত ।
আরও পড়ুন :Son Kills Father : মদ্যপ ছেলের হাতে খুন মদ্যপ বাবা, চাঞ্চল্য শিলিগুড়িতে
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার মদ খেয়ে বাড়িতে এসে অভিজিৎ ঝামেলা শুরু করে । বিকালের দিকে ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। তখন বিরুর মা বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা মেয়ে ফেলে দেয় সে। যা দেখে প্রতিবাদ জানান বিরু।
দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয় । অভিযোগ, সেই সময় অভিজিৎ বিরুর পিঠে ছুরি মেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় । বিরুকে স্থানীয়রা হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান ৷
মৃতের দিদি ঝুম্পা ঘোষ বলেন, "ওরা দুই ভাই আমাদের দুই চোখে দেখতে পারত না । বাবার সম্পত্তির সব ওদের নামে লিখে দিতে বলত । আজ মদ খেয়ে সম্পত্তি লিখে না দেওয়া নিয়ে বাড়িতে ঝামেলা করছিল । যা নিয়ে দুই ভাইয়ে মধ্যে মারামারি হয় ৷ মেজো দাদা আমার ভাইকে ছুরি দিয়ে কোপ মারে । আমি ওর শাস্তি চাই ।"
এরপর খবর দেওয়া হয় থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । অভিযুক্তের খোঁজ শুরু করেছে হাবড়া থানার পুলিশ ।