মধ্যমগ্রাম, 3 ডিসেম্বর: যাঁরা বিশেষভাবে সক্ষম সমাজের কাছে তাঁরা আজও পিছিয়ে, এমনটাই আমাদের বিশ্বাস ৷ তবে তাঁদের জীবন কিন্তু চলছে নিজেদের মতোই। তাই তাঁদের নিয়ে কাজ করার ভাবনা নিল মধ্যমগ্রামের একটি নাটকের দল যার নাম 'জনসংস্কৃতি'। বিশ্ব প্রতিবন্ধী দিবসে (World Disabled Day) মঞ্চস্থ হচ্ছে তাঁদের নাটক।
সুভাষ দে নামে এক দৃষ্টিহীন, তিনি প্রায় 25 বছর ধরে নাটক করছেন। তবে শারীরিক এই প্রতিবন্ধকতার জেরে বহু জায়গায় পিছিয়ে পড়তে হয়েছে তাঁকে । তবে বেসরকারি এক চোখের হাসপাতালের পক্ষ থেকে এবছর তাঁর কর্মজীবনের জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মান । এছাড়াও স্বরূপা দাস নামের এক শিক্ষিকা, যিনি দশ মাস বয়সে শিরদাঁড়ায় টিউমার আক্রান্ত হয়েছিলেন । তারপর অপারেশনের হওয়া সত্ত্বেও তাঁর কোমর থেকে নীচের অংশ প্যারালাইজড হয়ে যায় । তবে সেখানেই তিনি থেমে থাকেননি । নাটককে ধরে এগিয়ে গিয়েছেন জীবনে (Specially abled Persons Performed Drama) ।
আরও পড়ুন:কানে শুনেই সমস্যার সমাধান, বিশেষভাবে সক্ষম এখন নামকরা অটো মেকানিক
জনসংস্কৃতির পরিচালক সঞ্জয় গঙ্গোপাধ্যায় বলেন, "যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরা সমাজে অনেকটা পিছিয়ে। তাই তাঁদের নিয়ে এই ভাবনা। এই নাটকটা খুবই চ্যালেঞ্জের ছিল। কারণ আমি যখন কোনও ক্যারেক্টার বোঝাই তখন বেশ কিছু ছবি ব্যবহার করি। অথবা কথা বলার মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলি। তবে এখানে অনেকেই চোখে দেখতে পান না, কেউ আবার কথা বলতে বা শুনতে পারেন না। তাই তাঁরা কিছুই বুঝতে পারছিলেন না। যারা চোখে দেখতে পান না তাঁদের জন্য মঞ্চে আমরা কিছু সেলোটেপ, দড়ি এই গুলো ব্যবহার করেছি। যাতে তাঁরা বুঝতে পারেন কতদূর তাঁদের দূরত্ব। প্রায় 35 দিন ধরে আমরা এটাকে তৈরি করেছি।"