ব্যারাকপুর, ১০ মে : স্মারকলিপি দেওয়ার নাম করে ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে দীনেশ ত্রিবেদীর গোপন বৈঠকের অডিয়ো ক্লিপ নিয়ে কমিশনের দ্বারস্থ হলেন BJP প্রার্থী অর্জুন সিং । আগামী ১৯ মে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের শান্তিপূর্ণ উপনির্বাচনের দাবিতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ব্যারাকপুর কমিশনারের সঙ্গে আজ বৈঠক করেন বিদায়ি সাংসদ দীনেশ ত্রিবেদী । কিন্তু সেই বৈঠকে BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন অর্জুন সিং ।
আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন, "কমিশনারের সঙ্গে দেখা করে আমকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করছেন দীনেশ ত্রিবেদী । দলের নেতাকর্মীদের নিয়ে দীনেশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর সঙ্গে গোপন বৈঠকে BJP নেতাকর্মীদের ভুয়ো মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেছেন ।" গোটা বৈঠকের অডিয়ো ক্লিপিং কমিশনে পাঠানোর পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট সুনীল কুমার চৌধুরিকে অপসারণের দাবি করেন অর্জুন ।