বসিরহাট, 23 নভেম্বর :ত্রিপুরায় তৃণমূলের উপর আক্রমণের ঘটনায় ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh Eco Park morning walk) কটাক্ষ করে বলেছিলেন, "দুটো ঢিল পড়েছে, তার জন্য নাকি দিল্লি আবার রাষ্ট্রপতি ।" এবার আরও একধাপ এগিয়ে ত্রিপুরার ঘটনা নিয়ে দিল্লিতে তৃণমূল সাংসদদের ধর্না প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ব্যঙ্গাত্মক সুরে বলেন, "ওঁরা ওয়াশিংটনে যান । পারলে রাষ্ট্রপুঞ্জেও যেতে পারেন ।"
সম্প্রতি বসিরহাটের স্বরূপনগরের পূর্ব পলতা গ্রামে রাস উৎসবকে কেন্দ্র করে একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল । রাস উৎসবের মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সোমবার বিকেলে পূর্ব পলতা গ্রামের দাসপাড়ায় পরিদর্শনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । সেখানেই ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়া এবং সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, "কেউ আক্রান্ত হয়নি । রাস্তায় দাঁড়িয়ে ওরা গান গাইছিল । কেউ যদি বাড়ির সামনে গিয়ে 'খেলা হবে' স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করেন, তাহলে আইন মোতাবেক পুলিশ তো ব্যবস্থা নেবেই । ত্রিপুরায় আইন মেনে আন্দোলন করুক । কোনও অসুবিধে নেই । কিন্তু আইন ভাঙলে পুলিশ কেস করবেই । তাতেই কয়েকজনের প্যান্ট ভিজে গিয়েছে ।"