বিধাননগর, 11 মার্চ: "পিসির ভাইঝি বলে নয়, এরা টাকাও নিয়েছে, আবার চাকরিও নিয়েছে । অনুব্রতর মেয়ে, শ্রীকান্তর ভাই, বহু নেতা আছে । তাঁদের নামের লিস্ট বেড়িয়েছে । সম্পর্কগুলো এখনও বুঝতে পারছি না । এদের আশেপাশের বহু লোককে খুঁজে পাওয়া যাবে ।" এভাবেই মুখ্যমন্ত্রীর ভাইঝির (CM Mamata Banerjee Niece) চাকরি বাতিল নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ প্রসঙ্গত, রাজ্যে একের পর এক তৃণমূল নেতার মেয়ে থেকে শুরু করে ঘনিষ্ঠদের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ৷ এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নামও ৷ গ্রুপ সি ক্লার্কের চাকরি করতেন তিনি ৷ এমনকী তালিকায় সামিল বিজেপি নেতার মেয়ের নামও ৷ বিজেপি নেতা দুলাল বরের মেয়ের চাকরি গিয়েছে ৷
এবিষয়ে দিলীপ ঘোষ জানান, হতে পারে । তাঁর কাছে একজন ফোন করে বলেছেন তিনি টাকা দেননি । যোগ্যতায় চাকরি পেয়েছেন । তাঁর চাকরিটাও চলে গিয়েছে । দিলীপের কথায়,"আমি বলেছি, আপনি মামলা করুন । যে লিস্ট বেরোচ্ছে, তা একেবারে সঠিক সেটা ভাবারও কোনও কারণ নেই । দু-তিনটে করে লিস্ট বেড়িয়েছে । তার মধ্যে কোনটা ঠিক দেখতে হবে।"