পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh on Recruitment Scam: এরা টাকাও নিয়েছে, আবার চাকরিও নিয়েছে, কটাক্ষ দিলীপের - Dilip Ghosh Slammed TMC

চাকরি গিয়েছে মুখ্যমন্ত্রীর ভাইঝির (CM Mamata Banerjee Niece) ৷ এ নিয়ে আক্রমণ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh Slammed TMC) ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Mar 11, 2023, 1:44 PM IST

চাকরি বাতিল নিয়ে কটাক্ষ দিলীপের

বিধাননগর, 11 মার্চ: "পিসির ভাইঝি বলে নয়, এরা টাকাও নিয়েছে, আবার চাকরিও নিয়েছে । অনুব্রতর মেয়ে, শ্রীকান্তর ভাই, বহু নেতা আছে । তাঁদের নামের লিস্ট বেড়িয়েছে । সম্পর্কগুলো এখনও বুঝতে পারছি না । এদের আশেপাশের বহু লোককে খুঁজে পাওয়া যাবে ।" এভাবেই মুখ্যমন্ত্রীর ভাইঝির (CM Mamata Banerjee Niece) চাকরি বাতিল নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ প্রসঙ্গত, রাজ্যে একের পর এক তৃণমূল নেতার মেয়ে থেকে শুরু করে ঘনিষ্ঠদের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ৷ এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নামও ৷ গ্রুপ সি ক্লার্কের চাকরি করতেন তিনি ৷ এমনকী তালিকায় সামিল বিজেপি নেতার মেয়ের নামও ৷ বিজেপি নেতা দুলাল বরের মেয়ের চাকরি গিয়েছে ৷

এবিষয়ে দিলীপ ঘোষ জানান, হতে পারে । তাঁর কাছে একজন ফোন করে বলেছেন তিনি টাকা দেননি । যোগ্যতায় চাকরি পেয়েছেন । তাঁর চাকরিটাও চলে গিয়েছে । দিলীপের কথায়,"আমি বলেছি, আপনি মামলা করুন । যে লিস্ট বেরোচ্ছে, তা একেবারে সঠিক সেটা ভাবারও কোনও কারণ নেই । দু-তিনটে করে লিস্ট বেড়িয়েছে । তার মধ্যে কোনটা ঠিক দেখতে হবে।"

একের পর এক তৃণমূল নেতারা ইডির জালে ৷ সে বিষয়েও তোপ দাগতে ছাড়েননি দিলীপ ঘোষ ৷ তিনি জানান, নতুন যেসব নেতা বেশি দাপিয়ে বেড়াত তারাই ইডির জালে । নিত্যনতুন নাম আসছে । বিরাট লম্বা লিস্ট রয়েছে । লোকগুলি বিজেপির বিরুদ্ধে লড়েছে, মামলা করেছে, তারাই ধরা পড়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন ।

কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন ৷ গরুপাচার মামলায় দিল্লিতে তাঁর মেয়ে সুকন্যাকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ এনিয়ে মন্তব্য করেন দিলীপ ৷ তিনি বলেন, "শুধু সুকন্যা কেন? আর কার কার মুখোমুখি হবে এবার দেখুন । পার্টির বড় বড় নেতাদের সঙ্গে ওখানে দেখা হওয়ার চান্স রয়েছে । তিহারে একজন উপ-মুখ্যমন্ত্রী আছেন (মনীশ সিসোদিয়া), জেলে বিরোধী জোট নিয়ে মিটিং হতে পারে । আর যদি কোনও কারণে মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছে যান, তাহলে বিরোধী ঐক্যের পাশাপাশি বিকল্প প্রধানমন্ত্রীর মুখও পাওয়া যাবে ।"

আরও পড়ুন:এসএসসি-র গ্রুপ সি পদে ভুয়ো চাকরি বাতিল মুখ্যমন্ত্রীর ভাইঝির

ABOUT THE AUTHOR

...view details