বিধাননগর, 2 মার্চ:"সারা ভারতবর্ষে যেমন হচ্ছে, তেমনই হচ্ছে এখানেও ৷ বিজেপি এগিয়ে আছে সব দিক দিয়ে । সেই জন্য বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না । কেউ কেউ খাতা খোলার চেষ্টা করছেন ৷ কিন্তু পরিস্থিতি যা, মনে হচ্ছে সম্ভব নয় । যদি আজ খাতা খুলতে পারেন তাহলে সেটাকেই ওঁরা জয় বলে মনে করবেন ৷" ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খাতা খোলা প্রসঙ্গে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
বৃহস্পতিবারও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরকেও কটাক্ষ করেন ৷ বলেন,"ওখানে হোটেল বুক করা আছে। টিকিট আগে থেকে কেনা আছে বলে যেতেই হবে । ওঁরা সারা ভারতবর্ষে চেষ্টা করছেন । কিন্তু এখনও পর্যন্ত কোনও সফলতা আসেনি ৷ এমনকী মেঘালয়ে যারা ওঁদের সঙ্গে এসেছিলেন তারাও চলে গিয়েছেন ।"