পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh on TMC: কেউ কেউ খাতা খোলার চেষ্টা করছেন, ত্রিপুরা-মেঘালয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিলীপের - তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূল যদি ত্রিপুরা ও মেঘালয়ে খাতা খুলতে পারে তাহলেও মনে করবে ওরা জিতেছে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh slams TMC) ৷

ETV Bharat
দিলীপ ঘোষ

By

Published : Mar 2, 2023, 11:26 AM IST

Updated : Mar 2, 2023, 12:33 PM IST

দিলীপ ঘোষের বক্তব্য

বিধাননগর, 2 মার্চ:"সারা ভারতবর্ষে যেমন হচ্ছে, তেমনই হচ্ছে এখানেও ৷ বিজেপি এগিয়ে আছে সব দিক দিয়ে । সেই জন্য বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না । কেউ কেউ খাতা খোলার চেষ্টা করছেন ৷ কিন্তু পরিস্থিতি যা, মনে হচ্ছে সম্ভব নয় । যদি আজ খাতা খুলতে পারেন তাহলে সেটাকেই ওঁরা জয় বলে মনে করবেন ৷" ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খাতা খোলা প্রসঙ্গে বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

বৃহস্পতিবারও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরকেও কটাক্ষ করেন ৷ বলেন,"ওখানে হোটেল বুক করা আছে। টিকিট আগে থেকে কেনা আছে বলে যেতেই হবে । ওঁরা সারা ভারতবর্ষে চেষ্টা করছেন । কিন্তু এখনও পর্যন্ত কোনও সফলতা আসেনি ৷ এমনকী মেঘালয়ে যারা ওঁদের সঙ্গে এসেছিলেন তারাও চলে গিয়েছেন ।"

কলকাতা হাইকোর্টের নির্দেশে বহু শিক্ষকের চাকরি বাতিলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সমস্যা হবে কি না, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান,সমস্যা তো শুরুই হয়ে গিয়েছে ৷ সমস্যা খালি শিক্ষা দফতরের নয় । যারা টাকা দিয়েছেন যারা টাকা নিয়েছেন তারাও সমস্যায় পড়বেন এবং পড়তে শুরুও করেছেন । সমাজের সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল সরকারি দফতরের উপরে বা নেতা-মন্ত্রীদের উপরে সেই বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রিত্বের এক দশক পার, এই প্রথম ফোর্ট উইলিয়ামে পা রাখলেন মমতা

রাজ্যে দুর্নীতি প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কটাক্ষ,"অনেকগুলো ঘুঘুর বাসা আছে যেখান থেকে এই সমস্ত অপারেট করা হচ্ছে, পোস্টিং হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে । যত অনৈতিক কাজ চলছে তার কেন্দ্র আছে, সিবিআই ধীরে ধীরে ওখানে পৌঁছচ্ছে । তাদের সন্দেহ হয়েছে তারা হানা দিয়েছে ৷ নিশ্চয়ই তথ্য প্রমাণ হাতে আছে ।"

Last Updated : Mar 2, 2023, 12:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details