বিধাননগর, 20 নভেম্বর: প্রতিদিনের মতো রবিবার প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর এখান থেকে এদিন তিনি একহাত নিলেন শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ৷ তাঁর নিশানা থেকে বাদ যায়নি রাজ্য সরকারও ৷
"পুলিশের জন্যই রাস্তায় হকার বসছে ৷ আর যার ফলে শহরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷" এমন মন্তব্যই দিন কয়েক আগে করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ । এ প্রসঙ্গেই রবিবার সাংবাদিকদের তরফে দিলীপকে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "পুলিশের জন্য হকার বসছে ৷ পার্টির লোকের জন্য কাটমানি হচ্ছে ৷ সরকার কী করছে । পুলিশ কার হাতে? আপনারা পুলিশকে দিয়ে তোলা তোলাবেন, গরুর গাড়ির থেকে, বালির গাড়ির থেকে, কয়লার গাড়ি থেকে পুলিশ টাকা তুলে দেবে । পুলিশ আপনাদের কথা শুনবে কেন । পুলিশকে কে কন্ট্রোল করে, মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ আছে । পুলিশকে আপনারা কিছু করতে দেবেন না, হাত-পা বেঁধে দিয়েছেন শুধু নিজের পার্টির কাজ করাবেন । পুলিশ তার নিজের কাজ ভুলে গিয়েছে ৷ পার্টির গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে পুলিশ সেটা গিয়ে ঠেকাচ্ছে ৷ এটা পুলিশের কাজ না কি । পুলিশ তার কাজ করবে, কেন তারাও পয়সা কামাচ্ছে ।"
শনিবার সোনারপুরে যুবকের দেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, "শ্যুট আউট বাংলায় কোনও নতুন ঘটনা নয়, এটা প্রতিদিন হয় ৷ গত এক-দেড় মাসে এমন একটাও দিন নেই যে শ্যুট আউট আর বোম ব্লাস্ট হয়নি ৷ একদিন দুই- তিন জায়গা থেকে খবর আসছে অবৈধ অস্ত্রশস্ত্র-বোমা বারুদে সারা পশ্চিমবঙ্গ ভরে গিয়েছে । পুলিশ চুপ করে দেখছে ৷ তারা কেন ঝুঁকি নিতে যাবে ? তারাও পয়সা কামাচ্ছে ।"