পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য সরকারকে দায় নিতে হবে, কচুয়ার দুর্ঘটনা নিয়ে মন্তব্য দিলীপের - কচুয়া দুর্ঘটনা

কচুয়ার দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "কচুয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা । সরকারকে এই গাফিলতির দায় নিতে হবে । শুধু আর্থিক সাহায্য দিলেই হবে না । প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা উচিত । প্রশাসনের কোথাও না কোথাও খামতি ছিল বলেই এত বড় দুর্ঘটনা ঘটেছে । এতগুলি মানুষের প্রাণ গেল । ভবিষ্যতে এরকম অনুষ্ঠান করার আগে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা উচিত । "

দিলীপ ঘোষ

By

Published : Aug 23, 2019, 8:09 PM IST

Updated : Aug 23, 2019, 8:20 PM IST

কামারহাটি ও কলকাতা, 23 অগাস্ট : কচুয়ার দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেন, "কচুয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা । সরকারকে এই গাফিলতির দায় নিতে হবে । শুধু আর্থিক সাহায্য দিলেই হবে না । প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা উচিত । প্রশাসনের কোথাও না কোথাও খামতি ছিল বলেই এত বড় দুর্ঘটনা ঘটেছে । এতগুলি মানুষের প্রাণ গেল । ভবিষ্যতে এরকম অনুষ্ঠান করার আগে সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা উচিত । "

দিলীপবাবু বলেন, "সরকারের পুলিশ, অফিসাররা কেন দেখছেন না নিরাপত্তার ব্যবস্থা ঠিক আছে কি না । মুখ্যমন্ত্রী বলেছেন ওখানে এত ভিড় হয় না । উনি জানেন না ৷ ওখানে প্রতিবছরই ভিড় হয় । কুম্ভ মেলায় প্রয়োজনের চেয়ে বেশি আয়োজন থাকে । সমালোচনা শুনবেন না, লোককে গালাগালিও দেবেন । এবার নিজেকে দিন । জানি সমালোচনা করা ঠিক নয় । তবে কেন এতগুলি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে । কেন অকালে এতগুলি প্রাণ যাবে । সরকার সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে না সেটা বোঝা যাচ্ছে ।"

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

কচুয়ার দুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, "কুম্ভ মেলার আয়োজন দেখে আসুন মুখ্যমন্ত্রী । কীভাবে কোটি কোটি মানুষের সুরক্ষা দিতে হয় । খালি বড় বড় ভাষণ দিলেই হয় না । হাসপাতালে গেলে কিছু মানুষের সহানুভূতি আদায় করা যায় কিন্তু সমাধান করা যায় না ।"

Last Updated : Aug 23, 2019, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details