পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh Slams on JU: ফের বেলাগাম দিলীপ, যাদবপুরকাণ্ডে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বুদ্ধিজীবীদের - যাদবপুর

BJP MP Dilip Ghosh on JU: যাদবপুরকাণ্ডে এবার দিলীপ ঘোষের নিশানায় বুদ্ধিজীবীমহল ৷ কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে গিয়ে টেনে আনেন জেএনইউ প্রসঙ্গও ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ

By

Published : Aug 21, 2023, 2:53 PM IST

ফের বেলাগাম দিলীপ

ব্যারাকপুর, 21 অগস্ট: আবারও বেলাগাম বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ রবিবার উত্তর 24 পরগনার ভাটপাড়ার কাকিনাড়া অঞ্চলে একটি জনসভা থেকে বুদ্ধিজীবীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি ৷

এই বিজেপি সাংসদ বলেন, "কিন্তু বুদ্ধিজীবী রয়েছেন যারা বাইরে থেকে বলেন এমন হওয়া উচিত নয় ৷ নৈতিকতার কথা বলেন ৷ দম থাকলে যাদবপুরে যারা এই কাজ করেছে তাদের তুলে নিয়ে আসুন ৷ তাহলেই মৃত ছাত্রের বাবা-মায়ের বুকের আগুন নিভবে ৷ কোনও বিশ্ববিদ্যালয়কে আমরা দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিতে পারি না ৷"

কেন পুলিশ যাদবপুরে যাচ্ছে না সে নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ ৷ এরপর জেএনইউ-এর সঙ্গে যাদবপুরের তুলনা করে বলেন, "যেখানে সমাজ বিরোধী শক্তি মাথা চারা দিয়েছে আমরা বুট দিয়ে কুঁচলে দিয়েছি তার মাথা ৷ যান জেএনইউতে গিয়ে দেখে আসুন ৷ ওখানেও প্রকাশ্যে নেশা করা হত, আজাদি আজাদি বলা হত ৷ সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে ৷ বাকি বিশ্ববিদ্যালয়গুলিও ঠিক হয়ে যাবে ৷"

পাশাপাশি রাজ্য সরকার ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ভেতরের বিভিন্ন সংগঠনকেও তিনি কটাক্ষ করেন ৷ বলেন, "যত দিন যাচ্ছে ছাত্র মৃত্যুর তদন্ত করতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরকার যে কালো চেহারা তা সামনে আসছে এবং যাদবপুর-সহ রাজ্যের বিভিন্ন কলেজ ও ছাত্রাবাসগুলির একই অবস্থা ৷" পুলিশকে যথাযথ কাজ না করতে দিয়ে দলীয় কাজে ব্যবহার করার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ ।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ না-হয়ে যায় ! আশঙ্কা অধীরের

তিনি জানান, ভবিষ্যতে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবি লাগানো হবে ৷ পাশাপাশি সেখানে জয় শ্রীরাম শ্লোগানও দেওয়ার কথা বলেন তিনি । দিলীপের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাহস নেই দোষীদের সাজা দেওয়ার । যাদবপুরের সব জায়গায় দুষ্কৃতীদের আড্ডা । ছাত্রাবাসগুলি দুর্বিত্তদের আখড়া হয়ে উঠেছে । কীভাবে সেখানে পড়াশুনা হবে ? মদ, গাজা ও নেশার আসর বসছে । বাংলার যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করতাম আজ তা গোড়া থেকে কেটে ফেলার চেষ্টা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details