পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: 'উনি ডেঙ্গি-মন্ত্রী, ডেঙ্গির চেয়ারম্যান', ফিরহাদকে কড়া কটাক্ষ দিলীপের - Dilip Slams Abhishek on Public Meeting

প্রতিদিনের মতো শুক্রবারও প্রাতঃভ্রমণ সারলেন বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ ৷ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণে (Vivekananda Yuba Bharati Krirangan)প্রাতঃভ্রমণ সারার পর এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি ৷ পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতাকেও কটাক্ষ করেছেন তিনি (Dilip Ghosh) ৷

Dilip Ghosh
অভিষেকের আমতায় জনসভা প্রসঙ্গে দিলীপ

By

Published : Nov 4, 2022, 9:47 AM IST

Updated : Nov 4, 2022, 10:01 AM IST

সল্টলেক, 4 নম্ভেম্বর: বিজেপির সহসভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ শুক্রবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণে প্রাতঃভ্রমণে আসেন ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি (Dilip Ghosh) ৷ তিনি এদিনের অভিষেকের (Abhishek Banerjee) জনসভা নিয়ে বলেন, "এতদিন পরে আমতায় তাঁর জনসভা, মাঝে মাঝে দর্শন দেওয়া ভালো তাই যাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচন আসছে মনে পড়েছে।"

তিনি এদিন শাসকদলের একাধিক নেতা-নেত্রীর ওপরেও তোপ দেগেছন ৷ তিনি বলেন, "বিজেপির ডেঙ্গি অভিযান নিয়ে ফিরহাদ হাকিম (Phirhad Hakim) বলেছেন সিপিএম আন্দোলন করেছে তাই বিজেপিও আন্দোলন করছে ৷ সিপিআইএম বিজেপি মিলেমিশে চলে ৷ উনি হচ্ছেন ডেঙ্গি মিনিস্টার, ডেঙ্গি চেয়ারম্যান ৷ ‌যেদিন থেকে উনি কর্পোরেশনের মেয়র হয়েছেন ডেঙ্গি বেড়েই চলেছে ৷ উনি খালি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন ৷ আজকে করোনা চলে গিয়েছে করোনার চেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডেঙ্গির দ্বারা।"

এছড়াও দিলীপবাবু এদিন ডেঙ্গির পরিসংখ্যান নিয়েও মুখ খুলেছেন ৷ তিনি বলেন, "40 হাজার লোক সংক্রামিত ৷ আরও কত জন সংক্রামিত জানি না। হাসপাতাল না গেলে বোঝা যায় না এই পরিস্থিতি ৷ কেন উনি খালি বিবৃতি দেবেন ?" কোচবিহারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা প্রসঙ্গে তিনি বলেন, "সারা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে ৷ এখানকার বীরভূমের অনুব্রত ওখানে কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ এঁরা হচ্ছেন একই মানসিকতার লোক। এঁরা হচ্ছেন তৃণমূলের নেতা ৷ তাঁরা যদি সব গুণ্ডা হয় তাহলে বাতুলতা সুরক্ষা চাওয়াটা। পশ্চিমবঙ্গে আদৌ সরকার আছে কি না বোঝা যায় না।"

ফিরহাদকে কড়া কটাক্ষ দিলীপের

আরও পড়ুন:চাকরির বিনিময়ে তরুণীকে কুপ্রস্তাব, দাঁইহাটের পৌরপ্রধানকে পদত্য়াগ করতে বললেন অভিষেক

গতকাল বিভিন্ন জায়গায় ইডি, সিবিআই জেরা চালিয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন, "জেরা চলছে আরও বাড়বে, ওরা অনেক কিছু তথ্য পেয়েছে ৷ আরও অ্যারেস্ট হবে ৷ এখনও লম্বা প্রক্রিয়া রয়েছে ৷ আমরা চাইব খুব তাড়াতাড়ি হোক এটা ৷"

Last Updated : Nov 4, 2022, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details