পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি", ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

আজ নৈহাটিতে একটি অভিনন্দন যাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ ৷ যাত্রা শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য় করলেন তিনি ৷ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ছোটোলোকের সঙ্গে ভদ্রলোকের রাজনীতি করা যায় না ৷ "আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি ৷"

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Jan 20, 2020, 2:31 AM IST

Updated : Jan 20, 2020, 10:16 AM IST

নৈহাটি, 20 জানুয়ারি : কয়েকদিন আগেই দ্বিতীয়বারের জন্য BJP-র রাজ্য সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ৷ এরই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ বললেন, "আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি ৷" গতকাল নৈহাটিতে BJP-র তরফে অভিনন্দন যাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছিল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷

কখনও ভালো লোক হতে চান না তিনি ৷ তাঁদের বিরুদ্ধে মামলা হলে, পালটা মার দিতে তাঁরা পিছপা হবেন না, তা বক্তব্য রাখতে গিয়েই বুঝিয়ে দেন দিলীপ ঘোষ ৷ বলেন, "আমরা মারও খাব, কেসও খাব ৷ অত ভালো লোক হওয়ার কোনও দরকার নেই ৷ আমাদের যদি কেস খেতে হয়, তোমাদের মারটা খেতে হবে ৷" সঙ্গে জানিয়ে দেন ভদ্রলোকের রাজনীতি করতে তাঁরা আসেননি ৷ "ছোটো লোকের সঙ্গে ভদ্রলোকের রাজনীতি কী করে করব ৷"

নৈহাটিতে কী বললেন দিলীপ ?

সভায় নৈহাটির বিস্ফোরণ প্রসঙ্গও টেনে আনেন দিলীপ ঘোষ ৷ বলেন, "আপনাদের এখানে যে বোমা ফেটেছে তাতে রেকর্ড হয়ে গেছে ৷ এমন বোমা ফাটতে আমি বাবার জন্মে দেখিনি ৷ একটা বোমা ফাটতে 20টা গ্রাম কেঁপে গেল ৷ সবার পিলে চমকে গেছে ৷ তাও দিদিমণি বলছেন ছোটো ব্যাপার ৷ বেশি লোক মরেনি তো ৷"

রাজ্যে তৃণমূল কার্যালয়গুলি বোমা তৈরির কারখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, "এখানে বোমা তৈরি করে সারা দেশে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ সারা রাজ্যের কোথায় কোথায় গিয়ে লুকিয়ে রেখেছে ৷ যদি ফাটে কী হবে ৷ তৃণমূলের লোকেদের অভ্যাস আছে ৷ যেকোনও কার্যালয়ে ঢুকে যান, এক বস্তা বোমা পাবেনই ৷ বিভিন্ন জায়গায় দেখুন, বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে ৷ তৃণমূলের কার্যালয়গুলো বোমা বানানোর কারখানা হয়ে গেছে ৷"

নৈহাটি কাঠগোলা মোড় থেকে দুই কিলোমিটার রাস্তা অভিনন্দন যাত্রায় গতকাল অংশ নেন দিলীপ ঘোষ ৷ তারপর, সাহেব কলোনি মোড়ে তা শেষ করে BRS স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে জনসভায় উপস্থিত হন ৷ সভায় তিনি ছাড়াও ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ আরও অনেকে ৷

Last Updated : Jan 20, 2020, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details