ইকোপার্ক (নিউটাউন), 16 ডিসেম্বর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে কোনও দ্বন্দ্বই নেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷ শুক্রবার নিউটাউনের ইকোপার্কে এমনই দাবি করেছেন বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি ৷ বরং তিনি পুরো বিতর্কের দায় ঠেলে দিয়েছেন সংবাদমাধ্যমের উপর ৷ বলেছেন, ‘‘আপনাদের প্রয়োজনে আপনারা যে কোনও জিনিসকে বাড়ান বা কমান ৷ একই পার্টিতে একই আদর্শ নিয়ে কাজ করি । হতে পারে কোনও বিষয়ে দু’জনের মত আলাদা হয় । আর এটাই গণতন্ত্র । ভারতীয় জনতা পার্টির মধ্যে গণতন্ত্র আছে ৷ নিজের মনের কথা বলা যায় ৷ এটা তার প্রমাণ । তার মানে আলাদা হয়ে গিয়েছে নাকি ! তৃণমূলের মতো বন্দুক দিয়ে লড়াই হচ্ছে নাকি !’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত সোমবার কলকাতার হাজরায় বিজেপির এক প্রতিবাদ সভা আয়োজন করা হয় ৷ সেখানে নাম না করে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণের সময় করা বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার পরই বাংলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় যে দিলীপ ও শুভেন্দুর মধ্যে দ্বন্দ্ব রয়েছে ৷ সেটাই এবার প্রকাশ্যে চলে এল ৷
তার উপর বৃহস্পতিবার দিলীপ ঘোষও আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজকদের দুষেছিলেন ৷ বিজেপির আয়োজনে করা ওই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন শুভেন্দু ৷ তিনি অনুষ্ঠান ছেড়ে চলে আসার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে ৷ ফলে রাজনৈতিক মহল মনে করেছিল যে আসলে শুভেন্দুকেই কটাক্ষ করলেন দিলীপ ৷
যদিও তার পর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা জানান দিলীপ ৷ শুভেন্দুও ধন্যবাদ দেন৷ এদিন সকালে দিলীপ জানান, পরে দলের এক বৈঠকে তাঁদের মুখোমুখি দেখা হয়েছিল ৷ সেখানে আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়েছেন ৷ কিন্তু সেই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষও উপস্থিত ছিলেন ৷ তিনি কি সন্ধি করতে এসেছিলেন বঙ্গ বিজেপির দুই শীর্ষনেতার মধ্যে ?