নিউটাউন, 7 নভেম্বর:পশ্চিমবঙ্গকে জঙ্গিমুক্ত করতে হলে অবিলম্বে এখানে সিএএ (CAA) কার্যকর করা জরুরি ৷ এমনটাই মনে করেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ জঙ্গিগোষ্ঠী আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্য়ে ফের এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ মনউদ্দিন খান ওরফে মনিরুদ্দিন নামে 20 বছরের ওই কলেজ পড়ুয়াকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর (Mathurapur) থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF) ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোমবার আবারও একবার সিএএ-এর পক্ষে সুর চড়ান দিলীপ ৷
বিজেপি-এর এই নেতার দাবি, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয় । রাজ্যের বিভিন্ন জেলাতেই জঙ্গিগোষ্ঠীগুলির শিকড় ক্রমশ মজবুত হচ্ছে ৷ "পুলিশ প্রশাসনের এসব অজানা নয় ৷ কিন্তু, তারা কোনও পদক্ষেপ করবে না ৷ কারণ, এর সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে ৷" দিলীপের সাফ ইঙ্গিত, ভোটের রাজনীতিতে জয়ী হতেই রাজ্যের শাসকদল জঙ্গিদের মদত দিচ্ছে ! এই কারণেই রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণের মতো ঘটনা বারবার ঘটছে ৷ কিন্তু, সেইসব বিস্ফোরণের তদন্ত ঠিকমতো হচ্ছে না ৷ এক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের 'পক্ষপাতিত্ব'কেও দায়ী করেছেন দিলীপ ঘোষ ৷