কলকাতা, 18 অগস্ট : কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মুকুল রায় অসংলগ্ন কথা বলছেন । তৃণমূলে থেকেও তাঁকে বলতে শোনা গিয়েছে "ভারতীয় জনতা পার্টির হয়ে বলছি"...যা শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে । এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল । এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । আজ নিউটাউনে প্রাতঃভ্রমণ করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুকুল রায় হয়ত এতদিনে তাঁর ভুল বুঝতে পেরেছেন । চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন । তাই এখন এইধরনের কথা বলছেন । অন্যদিকে, বিধানসভায় মুকুলের হাজিরা না দেওয়ার বিষয়েও সরব হয়েছেন দিলীপ ঘোষ ।
মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই নিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগও করেন । অভিযোগের ভিত্তিতে গতকাল শুনানি ছিল । শুনানিতে দুই পক্ষকেই হাজির থাকার নির্দেষ দিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে শুভেন্দু উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন মুকুল রায় । একমাস সময় চেয়ে নেন তিনি । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "বিধানসভায় যাওয়ার মুখ নেই । যারা পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছেন, গণতন্ত্রকে ক্ষত বিক্ষত করেছেন, নির্বাচন পদ্ধতিকেও কলুষিত করেছেন । তারা জানেন যে, এটা অন্যায় । বেশিদিন টিকবে না । আমরাও আইনি পথে গিয়েছি । মামলা করেছি । আইনি পথে যতটা যেতে হয়, আমরা যাব ।" উল্লেখ্য, গতকাল মুকুল না আসায় ও শুনানি স্থগিত হয়ে যাওয়ায় মকুলের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন শুভেন্দু ।