বিধাননগর, 22 নভেম্বর: ফের রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ মঙ্গলবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেখানেই সাংবাদিকরা তাঁকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বসিরহাটে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন, এ প্রসঙ্গে প্রশ্ন করেন ৷
এই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "আমি আগেই বলেছিলাম পুলিশের এখন বড় কাজ হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো,টাকা পয়সা তুলে দেওয়া, সংগঠনের কাজ করা, ভোটে জেতানো ৷ এখন তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে সেটা পুলিশকে দিয়ে মেটাতে হচ্ছে এবং পুলিশকে গুলি খেতে হচ্ছে । সমস্ত সমাজ বিরোধীরা তৃণমূল পার্টিতে রয়েছে ৷ তাই গণ্ডগোল থেকে শুরু করে মারপিট হবেই ৷ পুলিশের ক্ষমতা নেই সমাজবিরোধীদের গায়ে হাত দেওয়ার । পুলিশ পার্টিটাকে চালিয়ে ভোট জিতিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে ৷ জানি না আর কতজনকে শহিদ হতে হবে ।"
নবান্নে সোমবার একটি রিভিউ বৈঠকে গঙ্গার পাড়ের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ সকলের সামনেই কার্যত ধমক দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ৷ এরপরেই শহরের গঙ্গার ঘাটগুলি পরিদর্শনে যান মেয়র ৷ তিনি গঙ্গাপাড় সংস্কারে পোর্টের অসহযোগিতার অভিযোগ করেন ৷