পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্তদান, রোগীদের গোলাপ-চকোলেট দিয়ে ভালোবাসার দিন উদযাপন চিকিৎসকদের

ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষ্যে রক্তদান করলেন বারাসত হাসপাতালের অ্যাসিটেন্ট সুপার আকাশ মজুমদার৷ অপরদিকে, হাসপাতালের 12জন থ্যালাসেমিয়া রোগীকে গোলাপ ফুল ও চকোলেট দিল হাসপাতাল কর্তপক্ষ৷

special_valentine day_blood donate
রোগীদের গোলপ-চকোলেট দিয়ে ভালোবাসার দিন উদযাপন চিকিৎসকেদের

By

Published : Feb 15, 2020, 12:07 AM IST

Updated : Feb 15, 2020, 1:19 AM IST

বারাসত, 14 ফেব্রুয়ারি: চিকিৎসক-রোগীর সম্পর্কের ভিত দাঁড়িয়ে থাকে ভালোবাসার উপর৷ রোগীর কঠিন অসুখ সারিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য থাকে চিকিৎসকদের৷ অন্যদিকে, কঠিন অসুখের মধ্যেও চিকিৎসকের একটু ভরসা যেন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেয়৷ তাই, চিকিৎসক-রোগীর এই সম্পর্ককে আরও দৃঢ় করতে ভালোবাসার দিনটি অন্যভাবে পালন করলেন বারাসত জেলা হাসপাতালের চিকিৎসকেরা৷

হাসপাতালের মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান করলেন অ্যাসিসটেন্ট সুপার আকাশ মজুমদার৷ অপরদিকে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত 12 জন রোগীর হাতে গোলাপ ফুল ও চকোলেট তুলে দিলেন চিকিৎসকেরা৷ ভালোবাসার এই দিনে তাঁদের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ৷

রক্তদানের পর আকাশ মজুমদার বলেন, " হাসপাতালের একজন আধিকারিক হিসেবে নিজের কর্মস্থলেই দেখেছি কীভাবে মুমূর্ষ রোগীরা রক্তের অভাবে প্রাণ দিচ্ছেন৷ তাঁদের পাশে দাঁড়ানোর ইচ্ছে হয় তখনই সেই মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য ভালোবাসার এই দিনটিকেই বেছে নিয়েছি৷" তিনি এই পথ দেখিয়েছেন৷ ভবিষ্যতে আরও অনেকেই এগিয়ে আসবেন বলে আশাপ্রকাশ করেন আকাশ মজুমদার৷ তিনি বলেন, "আজ আমি শুরু করলাম৷ এরপর আমাকে দেখে নিশ্চই অনেকেই এগিয়ে আসবেন মুমূর্ষ রোগীদের কথা ভেবে৷"

অ্যাসিসটেন্ট সুপার আকাশ মজুমদারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের সমস্ত ভালোবাসাই রোগীকে নিয়েই৷ আকাশ যখন এই প্রস্তাব দেন তখন আমরা ওর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করি৷ সেই মতোই আজ সমস্ত আয়োজন করা হয়৷ তাঁর এই উদ্যোগকে কুর্মিশ জানাই আমরা৷"

হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত মহিলা আধিকারিক সুমিত্রা হালদার বলেন, "এই ধরনের উদ্যোগ সাধারণত দেখা যায় না৷ আমরা নিজেরা আপ্লুত৷ কৃতজ্ঞতা জানাই আকাশ মজুমদার ও হাসপাতালের সুপারকে৷"

Last Updated : Feb 15, 2020, 1:19 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details