পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"দিদিকে বলে লাভ নেই", হাত বাড়ালেই বন্ধু- অর্জুন সিং ! - বিজেপি

'দিদিকে বলো' কর্মসূচির পালটা অর্জুন সিংয়ের ''হাত বাড়ালেই বন্ধু'' অ্যাপ

'দিদিকে বলো' কর্মসূচির পাল্টা অর্জুন সিংয়ের ''হাত বাড়ালেই বন্ধু'' অ্যাপ

By

Published : Aug 21, 2019, 11:42 AM IST

ব্যারাকপুর, 21 অগস্ট : 'দিদিকে বলো'-র পর এবার ''হাত বাড়ালেই বন্ধু'' ৷ তবে বন্ধু এক্ষেত্রে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ অর্জুন সিং ৷ এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল "হাত বাড়ালেই বন্ধু" মোবাইল অ্যাপ্লিকেশন ৷ গতকাল সন্ধ্যায় ব্যারাকপুর সুকান্ত সদনে এই অ্যাপের সূচনা করেন সাংসদ ৷ এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন অর্জুন সিং ৷ যদিও রাজ্যজুড়ে 'দিদিকে বলো' কর্মসূচির পালটা অর্জুনের এই অ্যাপ, তা মানতে নারাজ সাংসদ ৷

অর্জুন বলেন, ''গত 10 বছরে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে হাত বাড়ালে তো দূরের কথা, বাড়িতে গেলেও পাওয়া যেত না । তাই সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়াকে আরও একধাপ এগিয়ে দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানো হল ৷'' অর্জুন সিংয়ের এই অ্যাপ দেশের সব সাংসদদের নিরিখে এই প্রথম ।

একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চান অর্জুন ৷ তিনি বলেন, অভিযোগ এলেই তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করবেন । প্রয়োজনে অভিযোগকারীর বাড়িতে গিয়ে তিনি নিজে সমস্যার সমাধান করবেন । শুধু তাই নয়, এই অ্যাপের মাধ্যমে সাংসদ তহবিলের টাকা কোথায়, কীভাবে কত খরচ হচ্ছে তা জানা যাবে এই অ্যাপে ৷ সাংসদের প্রতিদিনের কর্মসূচিও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে ।

প্রশান্ত কিশোরকে টাকা দিয়ে তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে মানুষের যোগাযোগ রাখার চেষ্টা করছেন মমতা, এমনটাও দাবি করেন অর্জুন ৷

অর্জুন বলেন, ''হয়তো সমস্ত সমস্যা সমাধান করা যাবে না তবুও অন্তত সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে ।'' তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, "মুখ্যমন্ত্রী এখন সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন । প্রশান্ত কিশোরকে টাকা দিয়ে তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন ৷"

অর্জুনের কথায়, ''দিদিকে বলে কোনও লাভ নেই । দিদিকে আর কত বলবে মানুষ । সব জায়গায় কাটমানি দিতে হচ্ছে । দিদিকে বললে সেই কাটমানির টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে । তাই দিদিকে বলে কোনও লাভ নেই ৷''

ABOUT THE AUTHOR

...view details