বসিরহাট, 19 অক্টোবর : করোনা পরিস্থিতির মধ্যেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার বসিরহাটে । ইতিমধ্যে বসিরহাটের বিভিন্ন ব্লকে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন । মূলত জ্বর, গা হাত-পা ব্যথা, বমিভাবের মতো উপসর্গ নিয়ে আক্রান্তরা ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে । জ্বরে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় রীতিমতো উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা । যদিও পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে বলে দাবি করছেন তাঁরা । স্বাস্থ্য দফতরের কর্তারা এই দাবি করলেও পরিস্থিতির জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ।
আরও পড়ুন :BJP Protest : খড়দায় বিজেপির প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ, আটক 5 কর্মী
বসিরহাট স্বাস্থ্য জেলার সুন্দরবন ঘেঁষা মিনাখাঁ, সন্দেশখালি-1 ও হাড়োয়া ব্লক থেকেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি মিলেছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর । জানা গিয়েছে, মিনাখাঁয় এখনও অবধি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 15 জন । সেখানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 37 ।
সন্দেশখালি-1 নম্বর ব্লকে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 5 জন হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় 25 জন । একই ভাবে হাড়োয়ায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 13 জন হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে 40 জন ।
আরও পড়ুন :Price Hike: জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে অগ্নিমূল্য সবজি বাজার
এছাড়া প্রায় প্রতিদিনই জ্বরের উপসর্গ নিয়ে বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন ব্লক হাসপাতালগুলিতে । যা ঘিরে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরও । তবে পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে বসিরহাট জেলা স্বাস্থ্য দফতরের তরফে । ব্লকে ব্লকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সংক্রমণ ঠেকাতে প্রচারের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে ।