দেগঙ্গা, 20 অক্টোবর: একদিন কাটতে না কাটতেই ফের ডেঙ্গিতে (Dengue in Deganga) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Deganga dengue death)। এ বার প্রাণ হারালেন বছর 34-র এক গৃহবধূ । মৃতার নাম রেহানা বিবি । এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের উত্তর কালিয়ানী পশ্চিম পাড়ায় ।
মঙ্গলবার হাদিপুর ঝিকরা 1 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর 24-র এক গৃহবধূর মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে আক্রান্ত হয়ে । তার কিছুদিন আগে দেগঙ্গার চাঁপাতলা এবং নূরনগর পঞ্চায়েত এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক মহিলা ও প্রৌঢ়ের মৃত্যু ঘটেছিল । সেই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ডেঙ্গিতে মৃত্যু ঘটল দেগঙ্গাতে । স্বভাবতই আতঙ্কিত এলাকার লোকজন । ইতিমধ্যে ডেঙ্গি প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ।
জানা গিয়েছে, সোমবার থেকে জ্বরে ভুগছিলেন ওই গৃহবধূ । জ্বর না কমায় সেদিনই পরিবারের লোকেরা তাঁকে নিয়ে যান দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে রক্ত পরীক্ষা হলে ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে তাঁর । দু'দিন ওই হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত গৃহবধূর চিকিৎসা চললেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না । বরং অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় বুধবার চিকিৎসকের পরামর্শমতো তাঁকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে । রাতে ওই বধূর শারীরিক অবস্থা সংকটজনক হলে তাঁকে সেখান থেকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসক । কিন্তু সংকটজনক পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্ত ওই গৃহবধূকে কলকাতায় নিয়ে যাওয়ার মতো হাতে আর সময় ছিল না পরিবারের কাছে । তাই নিরুপায় হয়ে তাঁরা বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন রোগীকে । সেখানেই বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি । এই ঘটনা এলাকায় জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে ।