বসিরহাট, 24 জুন : কর্মসংস্থান এবং সরকারি সহায়তার দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল নির্মাণ শ্রমিকরা । এর জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে বসিরহাটের টাকি-মালঞ্চ রোড । নির্মাণ শ্রমিকদের অভিযোগ, করোনা আবহে পরিবহন ব্যবস্থা সচল না হওয়ার কারণে নির্মাণ শিল্প প্রায় বন্ধ হওয়ার মুখে । যার ফলে কাজ হারিয়ে চরম সমস্যার এই পেশার সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক । বিপদে পড়া অন্য পেশার কর্মীদের দিকে প্রশাসন নজর দিলেও তাদের সমস্যার কোনও সুরাহা হয়নি । তাই, তারা পথে নামতে বাধ্য হয়েছেন । প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে গেলেও আন্দোলনকারীরা দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ । রেহাই পায়নি পশ্চিমবঙ্গও । সংক্রমণে লাগাম টানতে কড়া বিধিনিষেধের পথে হেঁটেছে রাজ্য সরকার । এর ফলে করোনার সংক্রমণে অনেকটাই লাগাম টানা সম্ভব হয়েছে । এখনও রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে । তবে সংক্রমণ কমায় ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রকে ।
গণপরিবহন থাকায় সমস্যায় পড়েছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ । বিশেষ করে দিনমজুরদের অবস্থা শোচনীয় । কাজ হারিয়ে এখন দিশেহারা অবস্থা অনেকেরই । হাতে টাকা না থাকায় তাদের পক্ষে সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে । ব্যতিক্রম নয় নির্মাণ শিল্পও । পরিবহন ব্যবস্থা সচল না হওয়ায় এই শিল্পের যাবতীয় উপকরণ আসতে পারছে না । বিশেষ করে বালি, সিমেন্ট, পাথরের গাড়ি আসতে না পারায় নির্মাণের কাজও বন্ধ হওয়ার মুখে ।