পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এয়ার ইন্ডিয়ার সার্ভার বিভ্রাটে দিল্লি যেতে পারলেন না সুখেন্দু - sukhendu shekhar roy

গতকাল সন্ধ্যা থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যা দেখা দেয় । এর ফলে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের উড়ানে সমস্যা হয় । উড়ান বিভ্রাটের জেরে দিল্লির বৈঠকে পৌঁছতে পারলেন না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ।

সুখেন্দু শেখর রায়

By

Published : Apr 27, 2019, 7:41 PM IST

বিধাননগর, ২৭ এপ্রিল : সার্ভার সমস্যার জেরে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের আজও উড়ানে বিলম্ব হল । আজ শুধু কলকাতা বিমানবন্দরেই আটটি বিমান দেরিতে উড়েছে । উড়ান বিভ্রাটের জেরে অন্যান্য যাত্রীদের মত বিপাকে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতারাও । আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠক ছিল । বিমান সমস্যার জেরে সেই বৈঠকে পৌঁছতে পারেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় । সুখেন্দুবাবুর সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়ান, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্ত। তাঁরা শেষ মুহূর্তে ইন্ডিগোর একটি বিমানে টিকিট পেয়ে দিল্লি যান।

সুখেন্দুবাবু বলেন, "আমি, ডেরেক, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্তর আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার কথা ছিল । তিনটে থেকে বৈঠক ছিল। 10টা 25মিনিটের ফ্লাইটে টিকিট কাটা ছিল । কিন্তু বলা হল বিমান ছাড়বে দুপুর 1টার পর। স্বাভাবিকভাবে তখন গেলে আর তিনটের বৈঠকে যোগ দেওয়া যাবে না । এর পর ইন্ডিগোতে মাত্র তিনটি টিকিট পাওয়া গেল । ডেরেক, সান্তা আর মনীশ গেছে । টিকিট না থাকায় আমি যেতে পারলাম না । কলকাতায় এয়ার ইন্ডিয়ার প্রায় সমস্যা হয় । আমার শুধু নয় অনেকের জরুরি কাজ রয়েছে । এই রকম ত্রুটি কলকাতা সেক্টরে এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে সবসময়ই হয় । এভাবে চললে ঈশ্বর এদের বাঁচাতে পারবে না ।"

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যা দেখা দেয় । এর ফলে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের উড়ানে সমস্যা হয় । বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন । তবে সার্ভার ঠিক হওয়ায় আজ সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া ।

ABOUT THE AUTHOR

...view details