বারাসত,31 জুলাই : কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী ওরফে মিন্টু। শুক্রবার বিকেলে বারাসতের কদম্বগাছির কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। আপাতত দেগঙ্গার বাড়িতেই 14 দিনের হোম আইসোলেশনে থাকতে হবে কোরোনা মুক্ত ওই তৃণমূল নেতাকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, অযথা এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুজবে কান না দিয়ে সরকার ও চিকিৎসকের নিয়মবিধি মেনে চলতে হবে।
22 জুলাই কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী ওরফে মিন্টুর। এরপরই তাঁকে চিকিৎসার জন্য ভরতি করা হয় বারাসতের কদম্বগাছির কোরোনা হাসপাতালে। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। আক্রান্ত হওয়ার আগে তিনি নিয়মিত দেগঙ্গা BDO অফিসে তাঁর দপ্তরে যেতেন।এছাড়াও যোগ দিয়েছিলেন বিভিন্ন কর্মসূচিতেও।সেখান থেকেই কোনওভাবে তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারনা পরিবারের। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজীর কোরোনা ধরার পর,সংক্রমণের আশঙ্কায় BDO অফিসের ভিতর বিভিন্ন দপ্তর ও লন পর্যন্ত স্যানিটাইজ় করে জেলা প্রশাসনের । একইসঙ্গে জীবাণুমুক্ত করার কাজ চলে আক্রান্তের বাড়ি ও সংলগ্ন এলাকাও। আক্রান্তের পরিবারের লোকজনকেও হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়। এসবের মধ্যেই প্রায় 10 দিন কোরোনা হাসপাতালে চিকিৎসা চলার পর শুক্রবার বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী।
কোরোনা মুক্ত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি - কোরোনা রিপোর্ট পজ়িটিভ
কোরোনা মুক্ত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। 10 দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোরোনা জয়ী। পরামর্শ দিলেন, আতঙ্ক ও গুজব না ছড়ানোর ।
কোরোনা রিপোর্ট পজ়িটিভ
সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এই কোরোনা জয়ীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় দলের তরফে। এই জন্য তৃণমূল কর্মী সমর্থকদের ধন্যবাদও জানান তিনি।
Last Updated : Jul 31, 2020, 10:03 PM IST