বারাসত, 22 জুলাই : কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে । সমান্তরালভাবে বেড়ে চলেছে মৃত্যুও । পরিস্থিতি মোকাবিলায় অবশেষে সম্পূর্ণ লকডাউনের পথে উত্তর 24 পরগনা প্রশাসন । আজ উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী 25 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বারাসতে সম্পূর্ণ লকডাউন করা হবে । একইভাবে বনগাঁতেও সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বনগাঁয় লকডাউন চলবে 26 জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত ।
কোরোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহুর্তে কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা । রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গতকাল পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 9 হাজার 606 । মৃত্যু হয়েছে 234 জনের । সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে হাবড়া, অশোকনগর, বারাসত, বনগাঁ ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে হাওড়ার সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনার কনটেনমেন্ট জ়োনে লকডাউন ঘোষণা করেছিলেন । কিন্তু, তাতে পরিস্থিতি মোকাবিলা করা যায়নি । অবশেষে আজ বারাসত পৌর প্রশাসন মণ্ডলী সর্বদলীয় বৈঠক করে গোটা শহরকে সাত দিন লকডাউন রাখার সিদ্ধান্ত নিলেন । আগামী শনিবার 25 জুলাই থেকে বারাসত শহর সম্পূর্ণ লকডাউন থাকবে । কেবলমাত্র ওষুধের দোকান বা চিকিৎসা পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে । চলবে পরের শুক্রবার 31 জুলাই পর্যন্ত । আবার আগামী বৃহস্পতিবার ও শনিবার রাজ্য সরকার লকডাউন ঘোষনা করেছে । ফলে শুক্রবার শহরবাসীকে লকডাউন সম্পর্কে সচেতন করা হবে ।