পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bus Crushed A Tutor : বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের, প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীর - Gaighata Accident

বাস থেকে নামার সময় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহশিক্ষকের (Bus Crushed A Tutor)। শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার মণ্ডলপাড়া এলাকার যশোর রোডে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা যশোর রোডে বেপরোয়া বাস চলাচলের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷

Death Of a Tutor Who Was Crushed By a Bus
বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের

By

Published : Mar 26, 2022, 5:59 PM IST

গাইঘাটা, 26 মার্চ : বাস থেকে নামার সময় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহশিক্ষকের। শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার মণ্ডলপাড়া এলাকার যশোর রোডে। ঘটনার পর বাসিন্দারা যশোর রোড দিয়ে বেপরোয়া বাস চলাচলের অভিযোগ এনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ মৃতের নাম দিব্যেন্দু বিশ্বাস । গাইঘাটা থানার চাঁদপাড়া মণ্ডলপাড়ার বাসিন্দা তিনি।

আরও পড়ুন :Nadia Accident : কৃষ্ণনগরে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক 6

মৃত দিব্যেন্দু বিশ্বাস মণ্ডলপাড়া এলাকায় তাঁর মা, স্ত্রী ও বছর ছয়েকের কন্যা সন্তানকে নিয়ে থাকতেন । স্ত্রী অর্পিতা বিশ্বাস বাড়িতে বসে কাপড়ের ব্যবসা করেন । এদিন সকালে স্ত্রীকে নিয়ে হাবরা বাজার থেকে জামা কাপড় কিনতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা বাসে করে মণ্ডলপাড়ার বাড়িতে ফিরছিলেন।

স্ত্রী অর্পিতা বিশ্বাস বলেন, "বাসটি খুব দ্রুতগতিতে আসছিল ৷ আমরা বাসের কন্ডাক্টারকে মণ্ডলপাড়া শনি মন্দিরের সামনে দাঁড়াতে বলি। বাসটি দাঁড়াবে বলেছিল ৷ কিন্তু বাসটি না দাঁড়িয়ে স্লো করলে স্বামী নামতেই বাসটি দ্রুত চলতে শুরু করে । আমাকে কিছুটা দূরে নিয়ে গিয়ে নামায় । বাস থেকে নেমে দৌড়ে এসে দেখি স্বামীর পেটের উপর দিয়ে বাসের পেছনের চাকা চলে গিয়েছে ( Bus Crushed A Tutor) ।’’

খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন ৷ যশোর রোড দিয়ে বেপরোয়া বাস চলাচলের অভিযোগ এনে লাঠি হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা (Gaighata road block) ৷ বিক্ষোভের জেরে ব্যাপক যানযটের সৃষ্টি হয় যশোর রোডে । বিক্ষোভকারীরা বলেন, "যশোর রোড দিয়ে সব সময় বেপরোয়া গতিতে ডিএন 44 বাস চলাচল করে । যার জেরে বারবার দুর্ঘটনা ঘটছে । ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে । প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয় না।"

পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও পালাতক বাসের চালক ও কন্ডাক্টার । প্রায় ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর গাইঘাটা থানার পুলিশ এসে অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় যানচলাচল।

ABOUT THE AUTHOR

...view details