মিনাখাঁ, 24 মার্চ : সিলিকোসিসে আক্রান্ত হয়ে উত্তর 24 পরগনার মিনাখাঁয় মৃত্যু হল আরও একজন ব্যক্তির । মৃতের নাম রহমান গাজি, বয়স 39 বছর । মঙ্গলবার রাতে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি (Death in Silicosis disease in Minakhan) ।
জানা গিয়েছে, মিনাখাঁর ধুতুরদাহ পঞ্চায়েতের গোয়ালদাহ গ্রামে বাড়ি রহমানের । পরিবারে স্ত্রী ছাড়াও ছোট তিন ছেলেমেয়ে রয়েছে তার । এক মেয়ে তাঁর বিশেষভাবে সক্ষম । পরিবারে স্বচ্ছলতা ফেরাতে 2008 সালে আসানসোলে পাথর ভাঙার কারখানায় কাজে যোগ দেন তিনি । শারীরিক সমস্যা দেখা দেওয়ায় 2012 সালে সেখান থেকে বাড়ি ফিরে আসেন রহমান । শারীরিক সমস্যার চিকিৎসা চললেও ক্রমেই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল । পরে রোগ নির্ণয় করতে গিয়ে জানা যায় তিনি সিলিকোসিসে আক্রান্ত । শারীরিক অবস্থার অবনতি হলে মাঝেমধ্যেই রহমানকে ভর্তি করতে হত হাসপাতালে । সুস্থ হয়ে আবার বাড়িতেও ফিরে আসতেন তিনি । কিন্তু এবার আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না তাঁর । সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েই হাসপাতালেই মৃত্যু হল রহমান গাজির ৷
আরও পড়ুন : HS Student Suicide: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে এই গ্রামেই সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিন মোল্লা নামে বছর আঠাশের এক যুবকের মৃত্যু হয়েছিল । 2013 সালের পর থেকে সন্দেশখালির দু‘টি ব্লক এবং মিনাখাঁ ব্লক মিলিয়ে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে সিলিকোসিসে আক্রান্ত হয়ে । এরমধ্যে শুধু মিনাখাঁ ব্লকেই গত কয়েক বছরে মৃত্যু হয়েছে প্রায় 32 জনের ।