বারাসত, 23 সেপ্টেম্বর : NRC আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । অভিযোগ পরিবারের ৷ উত্তর ২৪ পরগনার শাসনের চক আমিনপুরের ঘটনা ৷
মৃতের নাম আয়েপ আলি (55) ৷ তাঁর পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই তিনি NRC আতঙ্কে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন ৷ গতকাল BDO অফিস থেকে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন ৷ রাতে বারাসত হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ ভোরে সেখানেই মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, নাগরিকপঞ্জির বিষয়টি শোনার পর থেকেই ভোটার কার্ড, আধার কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য কয়েকদিন ধরেই ছুটোছুটি করছিলেন ৷ একইসঙ্গে ১৯৭১ সালের আগের জমির দলিল না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ৷ যার জেরেই মৃত্যু হয়েছে ৷
এ বিষয়ে জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, "BJP নেতারা NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে ৷ সেই আতঙ্কে অনেকেই মৃত্যুর পথ বেছে নিচ্ছে ৷ এর জন্য সরাসরি BJP-ই দায়ি ৷ তারা NRC নিয়ে যেভাবে প্রচার করে মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে তা কখনই মেনে নেওয়া যায় না ৷ আমরা মানুষকে বলব, প্ররোচনায় পা দিয়ে আতঙ্কিত হবেন না ৷ এরাজ্যে NRC করতে দেওয়া হবে না, সেটা আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী আগেই বলেছেন ৷"