খড়দা, 1 অক্টোবর: স্ত্রীকে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী স্বামী। চাঞ্চল্য খড়দার পাতুলিয়ার রহড়া থানার অন্তর্গত বটতলা এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে দম্পতির দেহ উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
রবিবার সকালে তাঁদের মেয়েরা (একজনের বয়স 8, অন্যের বয়স 3) মামার বাড়িতে থেকে এসে দেখে ঘরের দরজা বন্ধ রয়েছে ৷ ঘরে ঢোকার পর মেয়েরা দেখে বাবা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। মায়ের গলা কাটা। মেয়েরা চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন ৷ খবর দেওয়া হয় ব়হড়া থানায়। পুলিশ এসে দু'টি মৃতদেহ উদ্ধার করে। মৃত দম্পতির নাম পাপ্পু সাউ (35) ও পূজা সাউ (26)। পাপ্পু পেশায় টোটোচালক ৷ স্থানীয়দের দাবি, প্রথমে স্ত্রী পূজার গলার নলি কেটে খুন করে তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী পাপ্পু সাউ।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দম্পতির মধ্যে পারিবারিক বিবাদ লেগেই থাকত। নানা খুটিনাটি বিষয় নিয়ে নিত্যদিন গোলমাল চলত। এই বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলেই মনে করছেন তাঁরা। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী এমন সন্দেহ খতিয়ে দেখছে পুলিশ। ফরেন্সিক বিভাগ ঘটনাস্থল পরীক্ষা করবে। ঘটনাস্থলের পাশে থাকা এক জমি থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার হয়েছে। ঘর থেকে 3টি মোবাইল ফোন উদ্ধার করেছে।