পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

75 Year Old Man Locked inside House: কাজের খোঁজে দিল্লিতে মেয়ে, বিধাননগরের বাড়িতে 15 দিন ধরে তালাবন্দি বৃদ্ধ বাবা

দিন পনেরো ধরে সল্টলেকের বাড়িতে আটকে বছর 75-এর বৃদ্ধ (Bidhannagar Septuagenarian Locked inside House) । দরজার বাইরে থেকে তালা দিয়ে মেয়ে কাজের খোঁজে দিল্লিতে গিয়েছেন ৷ আপাতত পুলিশ-প্রশাসনই বাইরে থেকে তাঁর খেয়াল রাখছেন ৷

75 Year Old Man Locked inside House
75 Year Old Man Locked inside House

By

Published : Feb 25, 2023, 2:49 PM IST

বিধাননগরের বাড়িতে 15 দিন ধরে তালাবন্দি বৃদ্ধ

বিধাননগর, 25 ফেব্রুয়ারি: সুনীল দত্তগুপ্ত ৷ বছর 75-এর এই বৃদ্ধ থাকেন বিধাননগরের বিডি ব্লকের 250 নম্বর বাড়িতে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, দিন পনেরো ধরে তিনি বাড়িতে একাই রয়েছেন ৷ বাইরে থেকে বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে (Bidhannagar Septuagenarian Locked inside House) ৷ স্থানীয়রাই প্রশাসনের কাছে বিষয়টি জানান ৷ তার পর ওই বৃদ্ধের দেখাশোনার দায়িত্ব নিয়েছে পুলিশ ও প্রশাসন ৷

কিন্তু তারা এখনও বাড়িতে ঢুকতে পারেনি ৷ তারা আপাতত ওই বৃদ্ধের মেয়ে সর্বাণী দত্তগুপ্তর ফেরার অপেক্ষা করছে ৷ শনিবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে কৃষি দফতর থেকে অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধের বাড়িতে পৌঁছে যান বিধাননগর পৌরনিগমের (Bidhannagar Municipal Corporation) 41 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার শিবু দে ৷ ওই বৃদ্ধকে দুপুরের খাবার ও জল নিচ থেকে বালতির মাধ্যমে তুলে দেন দোতলার বারান্দায় (Administration supplying food for septuagenarian) ৷

শিবু দে জানালেন, সর্বাণী দত্তগুপ্ত কাজের সন্ধানে দিল্লি গিয়েছেন ৷ বাড়িতে বাবা একা, তাই তাঁকে বাইরে থেকে তালাবন্ধ করে দিয়ে গিয়েছেন ৷ সেই কারণে গত 15 দিন ধরে ওই 250 নম্বর বাড়িতে ‘বন্দি’ হয়ে রয়েছেন সুনীল দত্তগুপ্ত ৷ প্রশ্ন উঠছে, কবে মেয়ে ফিরবে, সেই অপেক্ষা কেন করছে পুলিশ ও প্রশাসন ? জানা গিয়েছে, তাঁকে উদ্ধার করার ও চিকিৎসা-সহ প্রয়োজনীয় সাহায্য করার চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু ওই বৃদ্ধি এই ধরনের কোনোরকম সাহায্য করতে অস্বীকার করেছেন ৷

তাই আপাতত পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা নজর রেখেছেন ৷ কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেই বিষয়টি খেয়াল রাখছেন তাঁরা ৷ ওই ওয়ার্ডের কাউন্সিলর রত্না ভৌমিক ৷ তিনিও পরিস্থিতির দিকে নজর রেখেছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু সর্বাণী কবে ফিরবেন ? শিবু দে জানিয়েছেন, সর্বাণীর সঙ্গে তাঁর ফোনে যোগাযোগ হয়েছিল ৷ তিনি ফিরে আসার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু দিন চার-পাঁচেক ধরে সর্বাণীর ফোন নম্বর বন্ধ ৷ যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ৷ তাই প্রশাসনই এই বিষয়ে পদক্ষেপ করবে ৷

ফলে সর্বাণী কবে ফিরবেন ? আদৌ তিনি ফিরবেন কি না ! কেন তাঁর ফোন বন্ধ ? তিনি কি কোনও বিপদে পড়লেন ! নাকি তিনি বাবাকে বিপদে ফেলে উধাও হয়ে গেলেন ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ ও প্রশাসন ৷ তাই সুনীল দত্তগুপ্তর ‘বন্দিদশা’ কবে শেষ হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন:বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পড়ুয়াদের স্বার্থে 'নিউটাউন বই বাড়ি'

ABOUT THE AUTHOR

...view details