পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Local Train Avoid Major Accident: সিগন্যাল পয়েন্টে বিপত্তি, মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা এড়াল লোকাল

1 নম্বর প্ল্য়াটফর্মের পরিবর্তে আচমকা ডাউন শিয়ালদাগামী বনগাঁ লোকাল ঢুকে পড়ে 2 নম্বর প্ল্য়াটফর্মে ৷ এ নিয়ে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় শিয়ালদা-বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনে। সিগনালিং পয়েন্টে গোলমালের কারণেই এমন হয়েছে বলে খবর (Disaster at signal point) ৷

Train Avoids Major Accident
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

By

Published : Mar 27, 2022, 7:57 PM IST

মধ্যমগ্রাম, 27 মার্চ: ঢোকার কথা ছিল স্টেশনের 1 নম্বর প্ল্য়াটফর্মে। অথচ সেই প্ল্য়াটফর্মের পরিবর্তে হঠাৎই ডাউন শিয়ালদাগামী বনগাঁ লোকাল ঢুকে পড়ে 2 নম্বর প্ল্য়াটফর্মে। যার জেরে রবিবার হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় শিয়ালদা-বনগাঁ শাখার মধ্যমগ্রাম স্টেশনে। সিগনালিং পয়েন্টে গোলমালের কারণে এমন ঘটনা ঘটেছে বলে রেল কর্তৃপক্ষ দাবি করলেও এক্ষেত্রে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত বলে মনে করছেন রেল যাত্রীদের একাংশ (Disaster at signal point)।

তাঁদের দাবি, ডাউন বনগাঁ লোকাল মধ্যমগ্রাম স্টেশনে ঢোকার আগে যখন দাঁড়িয়ে পড়ে, তখন ওই ট্রেনের ঠিক পিছনেই ছিল শিয়ালদাগামী হাবড়া লোকাল। ফলে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা ৷ এরপরই রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মধ্যমগ্রামে স্টেশন মাস্টারের ঘরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। যদিও, এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি স্টেশন মাস্টার।

আরও পড়ুন :Falaknuma Express avoids accident : কাপলিং খুলে বিচ্ছিন্ন তিনটি বগি, তবু ছুটল ফলকনামা এক্সপ্রেস !

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ডাউন বনগাঁ লোকালের ঢোকার কথা ছিল মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্য়াটফর্মে। কিন্তু ঢোকার ঠিক আগেই দাঁড়িয়ে পড়ে সেই ট্রেনটি। এরপর হঠাৎই লাইন বদলে সেটি 1 নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে ঢুকে পড়ে স্টেশনের 2 নম্বর প্ল্য়াটফর্মে। যাত্রীদের অভিযোগ, এনিয়ে আগে কিংবা পরে কোনও ঘোষণাই করা হয়নি মাইকে। যার জেরে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় ট্রেন যাত্রীদের মধ্যে। পরে, জানা য়ায় 2 প্ল্যাটফর্মের মধ্যবর্তী সিগনালিং পয়েন্টে গোলমালের কারণে ট্রেনটি ঢুকেছে 2 নম্বর প্ল্য়াটফর্মে। এরপরও শেষ নেই যাত্রীদের ভোগান্তি। অভিযোগ,পয়েন্টের গোলমালের মেরামতি করতে বেলা গড়িয়ে যায়। যার ফলে একঘন্টারও বেশি সময় ধরে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে স্টেশনের 2 নম্বর প্ল্য়াটফর্মে। এর জেরে বিভিন্ন স্টেশনেও সারি সারি দাঁড়িয়ে যায় ডাউন ট্রেন। দীর্ঘ ভোগান্তির শিকার হতে হয় রেল যাত্রীদের।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

আরও পড়ুন :Ambulance Accident : শিলিগুড়িতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী মহিলা-সহ তিনজনের মৃত্যু

এরপরই ধৈর্যের বাঁধ ভাঙে ডাউন বনগাঁ লোকালের সওয়ারি কংগ্রেস নেতা-কর্মীদের। যারা ওই ট্রেনে কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। ফ্ল্য়াগ,ফেস্টুন হাতে নিয়ে আচমকাই তাঁরা মধ্যমগ্রাম স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়েন। গাফিলতির অভিযোগ তুলে স্টেশন মাস্টারকে কিছুক্ষণ ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। পরে ট্রেন চলাচল শুরু হলে ঘেরাও মুক্ত হন তিনি।

রেল সূত্রে খবর, পয়েন্টের ত্রুটি মেরামতের পরও ডাউন শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে দীর্ঘক্ষণ লেগে যায়। যদিও, এই নিয়ে মধ্যমগ্রাম স্টেশন মাস্টার কোনও মন্তব্য করতে রাজি হননি। এই বিষয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবেন বলে জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details