আমি কি দুর্গাপুজো করতে দিই না ? মমতা - n 24
ফাইল ফোটো
2019-05-10 15:54:06
অশোকনগর, 10 মে : অশোকনগরে কাকলি ঘোষদস্তিদারের সমর্থনে প্রচারে মমতা ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য -
- আমার নিজের মা নেই । মাকে খুব মিস করি । আপনাদের যখন দেখি, মনে হয়, আপনারাই আমার মা
- ৫ বছরের জন্য বিদেশি বানাবে । NRC হল গাঁইতি, সিটিজেন্সশিপ অ্যাক্ট হচ্ছে ভাঁওতা । দুটোই আমরা চাই না
- ইঁদুরের মতো লড়াই করি না, আগে তুমি ইঁদুর ছিলে এখন বাঘ হয়েছ
- হাত দিয়ে দেখ, NRC করে দেখ
- আমাকে ধমকালে আমি চমকাই
- BJP-কে ভালো করে বিদায় দিন
- ভিক্ষা নয় চাইছি ঋণ, নরেন্দ্র মোদিকে হারাতে দিন
- এই BJP চাই না, চৌকিদার চাই না
- আমি কিন্তু, চোর হ্যায় বলিনি, জনগণ বলেছে
- চৌকিদার কেমন ? জনতার চিৎকার - চোর হ্যায়
- এখন চা-ওয়ালা নেই হয়েছেন চৌকিদার
- কেটলি নিয়ে ঘুরত, এখন কেটলি নেঅই
- জীবনে চা বিক্রি করেনি, তাতেও বলত চা-ওয়ালা
- আমি গুজরাতি না জেনে বলি না, তোমাকে বাংলাটা জানতে হবে
- বাংলায় 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়েছে তাতেও 42-এ 42 পাব আমরাই
- কখনও কখনও একটা ছোট্ট ঘটনা ঘটে যায়
- মা-বোনেরা রাস্তায় বেরোতে কোনও সমস্যা আছে ?
- বাইরে থেকে ধার করা জিনিস কেন নেব ?
- তুমি মা কালী, মা দুর্গার রূপ জানো ? আমি নিজেও জানি না, কয়েকটা বলতে পারি
- কে ভাই তোমরা ? কেউকেটার দল
- সরস্বতী পুজো করতে কোনও দিন বাধা দিয়েছি ?
- ক্লাবগুলোকে 10 হাজার টাকা করে চাঁদা দিয়েছিলাম (সাহায্য করেছিলাম)
- আমি আপনাদের দুর্গাপুজো করতে দিই না ?
- মিথ্যাবাদী প্রধানমন্ত্রী দেখিনি
- প্রধানমন্ত্রী পদের একটা মর্যাদা আছে
- সেন্ট স্টিফেন্স কলেজে আমার বক্তৃতা দিতে যাওয়ার কথা ছিল । ওদের ভয়ে ডাকতে পারল না
- আমি শিকাগোতে যেতে চাইলাম, রামকৃষ্ণ মিশন আমাদের আমন্ত্রণ জানিয়েছিল । BJP থ্রেট করে আমাকে যেতে দিল না
- আমাকে বলেছিল জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হবে না
- মোদি ম্যানিফেস্টো অনুযায়ী কোনও কাজ করেনি মোদি, কালো টাকা নিয়ে 15 লাখ টাকাও কাউকে দেওয়া হয়নি
- আমরা কী কাজ করেছি ? আমরা যা করেছি তা আমরা আমাদের নির্বাচনে উত্তর দেব । এটা তোমার নির্বাচন
- আমি মহিলাদের অধিকার দিয়েছি স্মার্ট কার্ড করে দিয়ে
- অশোকনগরে 20 হাজার ছেলে মেয়ের চাকরি হবে
- গুরুচাঁদ- হরিচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয়েছে, কলেজও হয়েছে
- রোজ পার্লামেন্টে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে কাকলি ও আমাদের সকল সাংসদরা
- পার্লামেন্টে একমাত্র এতদিনে আমাদের দল কাজ করেছে
- কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই, প্রধানমন্ত্রী হয়েছেন
- মোদি বক্তৃতা দেয় টেলিপ্রম্পটার দেখে, আমার এসব কিছুর দরকার নেই বসুন আমার সাথে
- মোদি দেশে বিভাজন এনেছেন
- বিদেশ থেকে এখনও টাকা ফেরাতে পারেনি মোদি
- মোদি কত বড় আধ্মাত্বিক জগতের লোক যে মন কী বাত করছে
- মোদিবাবু আপনাকে কেউ সম্মান করে না কেন?
- বাক্স দিয়ে বাংলায় ভোট হয় না
- প্রয়োজনে রাতপাহারা দিতে হবে
- ওনার হঠাত একদিন মনে হবে উনি নোটবাতিল করে দেবেন
- এইসব টাকা নোটবাতিলের টাকা
- Pay TM- র নাম করে কত টাকা লুট করেছে ওরা
- জেড প্লাসের সুযোগ নিয়ে টাকা পাচার হচ্ছে
- প্রচার শেষ হলেই টাকা বিলি করা হচ্ছে
- এই প্রচন্ড গরমেও এখানে এত ভিড় প্রমাণ করছে তৃণমূল জিতবে
- কেন ভোটে এত টাকা ব্যবহার হচ্ছে ?
- আমাদের ঠিকাদার দিয়ে সভায় লোক আনতে হয় না,আমাদের সভায় স্বতঃস্ফূর্তভাবে লোক আসে
- কালও দেখেছেন BJP-র প্রার্থী কোটি টাকা নিয়ে ধরা পড়েছে
- হাওয়ালার এত টাকা কোথায় যাচ্ছে
Last Updated : May 10, 2019, 5:09 PM IST