পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের দুই নেতার নামে কাটমানি পোস্টার বারাসতে - আইএনটিটিইউসি নেতা কালী রুদ্র

বারাসত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর সমীর কুণ্ডু এবং আইএনটিটিইউসি নেতা কালী রুদ্র । দুজনের নামে বনমালিপুরে কাটমানি পোস্টার । আর তা নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায় ।

cut money poster against two tmc leader
কাটমানি পোস্টার বারাসতে

By

Published : Jan 7, 2021, 4:33 PM IST

বারাসত, 7 জানুয়ারি : এবার তৃণমূলের কো-অর্ডিনেটর ও আইএনটিটিইউসি নেতার নামে কাটমানি পোস্টার পড়ল বারাসতে । ঘটনাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বনমালিপুরের । আজ সকালে রাস্তার পাশে বেশ কয়েকটি কাটমানি পোস্টার পড়ে থাকতে দেখা যায় । ঘটনার পিছনে বিরোধী রাজনৈতিক দলের হাত থাকতে পারে বলে অনুমান স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

বারাসত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর সমীর কুণ্ডু । তাঁর অনুগামী হিসেবে পরিচিত আইএনটিটিইউসি নেতা কালী রুদ্র । শাসক দলের এই দুই নেতার নামে কাটমানি পোস্টার পড়ে বনমালিপুরে । রাস্তার পাশের একটি দেওয়ালে সেই পোস্টার সাঁটানো হলেও সবার অলক্ষ্যে ছিঁড়ে ফেলা হয় । আজ সকালের দিকে সেখানেই বেশ কয়েকটি কাটমানি পোস্টার পড়ে থাকতে দেখা যায় । পোস্টারে কোথাও লেখা রয়েছে, 'তোলাবাজ ও বেইমান সমীর কুণ্ডু দূর হটো ।" আবার কোথাও লেখা হয়েছে "কালী রুদ্র কাটমানির 30 হাজার টাকা ফেরত দাও ।" এমন পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকার তৃণমূল কর্মী দীপকুমার দে বলেন,"সমীরবাবু এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত । অন্যের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়েন । সে পরোপকারী । তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই বিরোধীরা চক্রান্ত করে এই কাজ করে থাকতে পারে । তবে, এসব করে খুব একটা লাভ হবে না ওদের ।"

এদিকে, যাঁদের নামে এই কাটমানি পোস্টার সেই স্থানীয় তৃণমূলের কো-অর্ডিনেটর সমীর কুণ্ডু বলেন,"আমি বাইরে রয়েছি । বিষয়টি ঠিক জানা নেই । না জেনে কোনও মন্তব্য করতে পারব না ।" তবে,এমন ঘটনা ঘটে থাকলে সেটা যে বিরোধীদের চক্রান্ত হতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন এই তৃণমূল নেতা । অপর তৃণমূল নেতা কালী রুদ্র অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি ।

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে । তাঁদের বক্তব্য,"ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । তা ধামাচাপা দিতেই বিরোধীদের দিকে আঙুল তোলা হচ্ছে ।"

আরও পড়ুন : বারাসতে শাসক দলের নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার

প্রসঙ্গত, বারাসতে এর আগেও তৃণমূলের একাধিক কো-অর্ডিনেটর ও দলীয় নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার পড়েছিল । তখনও পোস্টার কাণ্ডে শাসকদলের অভিযোগের তীর ছিল বিরোধীদের দিকে । এবারও অভিযোগের নিশানা বিরোধীদের দিকে ।

ABOUT THE AUTHOR

...view details