বারাসত, 6 এপ্রিল : দুই ব্যাঙ্কের মধ্য দূরত্ব মাত্র কয়েক হাত ৷ এক ব্যাঙ্কে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে টাকা তুলছেন গ্রাহকরা ৷ তবে, পাশের ব্যাঙ্কে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই ৷ পাশাপাশি দাঁড়িয়ে চলেছে টাকা তোলার হিড়িক ৷ এখনও অনেকের মধ্যে সচেতনতা নেই দেখে প্রশ্ন তুলছেন অনেকেই ৷ তবে, সামাজিক দূরত্ব না মানার দায় গ্রাহকদের উপরই চাপাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
সামাজিক দূরত্ব বজায় রাখায় ভিন্ন চিত্র পাশাপাশি দুই ব্যাঙ্কে - ব্যাঙ্কে নেই কোনও সামাজিক দূরত্ব
পাশাপাশি দুই ব্যাঙ্কে দুইরকম ছবি ৷ একটির সামনে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা ৷ অন্য ব্যাঙ্কে সামাজিক দূরত্বের কোনও চিহ্নই নেই ৷
বারাসত কলোনি মোড় সংলগ্ন ফ্লাইওভারের ঠিক পাশে একটি ব্যাঙ্কের সামনে সকাল থেকেই টাকা তোলার জন্য ভিড় জমতে থাকে ৷ গ্রাহকদের একদম গায়ে গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ৷ কিন্তু, ওই ব্যাঙ্কের উলটো দিকে কয়েক হাত দূরে রয়েছে আরও একটি ব্যাঙ্ক ৷ সেখানে দেখা গেল একেবারে উলটো ছবি ৷ ওই ব্যাঙ্কে টাকা তুলতে আসা গ্রাহকরা সামাজিক দূরত্ব বজায় রাখলেন ৷
বারবার সামাজিক দূরত্ব মানার আবেদন জানানো হলেও অনেকেই শুনছেন না সে কথা ৷ কেন মানুষ সচেতন বা সতর্ক হচ্ছে না ? টাকা তুলতে আসা এক মহিলা গ্রাহক বললেন, "সবাইকেই সামাজিক দূরত্ব বজায় রেখে টাকা তোলার কথা বলা হচ্ছে ৷ যে যতটা পারছে সামাজিক দূরত্ব রাখার চেষ্টা করছে ৷ এবার যদি মানুষ নিজে না মানে, তাহলে আর কী করা যাবে ৷"