বনগাঁ, 15 মে : আংশিক লকডাউন ঘোষণা হতেই মদের দোকানে লম্বা লাইন । রইল না স্বাস্থ্যবিধির বালাই । উত্তর 24 পরগনার বনগাঁ, গাইঘাটা, হাবরা ও অশোকনগরের মদের দোকালগুলিতে দেখা গেল একই চিত্র ।
গত বছরে লকডাউনে মদের জন্য সুরাপায়ীদের হাহাকার পড়ে গিয়েছিল ৷ শুরু হয়েছিল কালোবাজারি ৷ লকডাউনে চড়া দামে কিনতে হয়েছিল । মদ না পেয়ে স্যানিটাইজার পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে । এদিকে করনোর দ্বিতীয় ঢেউ সামাল দিতে রবিবার থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । জানিয়ে দেওয়া হয়েছে 30 মে অবধি চলা লকডাউনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত মদের দোকান ৷