পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 3, 2022, 6:22 PM IST

ETV Bharat / state

Criminals Arrested in Minakhan : আগ্নেয়াস্ত্র-সহ মিনাখাঁ থেকে ধৃত দুই দুষ্কৃতী

জানা গিয়েছে, পুলিশ দুই দুষ্কৃতীকে অস্ত্র-সহ গ্রেফতার (criminals arrested from Minakhan with arms) করতে পারলেও বাকিরা পালিয়ে গিয়েছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

minakhan criminal arrests
আগ্নেয়াস্ত্র-সহ মিনাখাঁ থেকে ধৃত দুই দুষ্কৃতী, বাকিদের খোঁজে তল্লাশি চলছে

মিনাখাঁ, 3 এপ্রিল : পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী এলাকায় বানচাল হল বড়সড় ডাকাতির ছক। আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বাইক সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ (criminals arrested from Minakhan with arms) । ধৃতদের নাম আব্বাস গাজি ও জিয়ারুল গাজি । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে, শনিবার রাতে সীমান্তবর্তী ওই এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতীর জমায়েত হওয়ার খবর এসে পৌঁছায় মিনাখাঁ থানার পুলিশের কাছে । খবর পেয়েই এলাকার উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল ৷ বাইক সমেত দুই দুষ্কৃতী ধরা পড়ে ঘটনাস্থাল থেকে । বাকিরা অবশ্য পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় । ওই পলাতক দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ সতর্ক করা হয়েছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার পুলিশকে ৷ এমনকি, সীমান্ত পেরিয়ে ওই দুষ্কৃতীরা যাতে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে, তার জন্যও শুরু হয়েছে নজরদারি ।

আরও পড়ুন : ক্রেতা সেজে ঝাড়খণ্ডের আগ্নেয়াস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের এসটিএফের

এই বিষয়ে রবিবার মিনাখাঁর এসডিপিও নির্মলকুমার দাস বলেন, "ধৃতদের কাছ থেকে তিনটি ওয়ান শাটার,একটি রিভলবার, একটি চপার এবং নয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইকও । প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রাসখোলা মাঠের পাশেই বাবুঘাট বাজারে ডাকাতির পরিকল্পনা ছিল ওই দুষ্কৃতীদের । সেই ডাকাতির ছক বানচাল করতে পেরেছি আমরা । পলাতক দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে । আশা করছি, শীঘ্রই তাদেরও নাগাল পাওয়া সম্ভব হবে" ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details