মিনাখাঁ, 3 এপ্রিল : পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী এলাকায় বানচাল হল বড়সড় ডাকাতির ছক। আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বাইক সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ (criminals arrested from Minakhan with arms) । ধৃতদের নাম আব্বাস গাজি ও জিয়ারুল গাজি । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷
জানা গিয়েছে, শনিবার রাতে সীমান্তবর্তী ওই এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতীর জমায়েত হওয়ার খবর এসে পৌঁছায় মিনাখাঁ থানার পুলিশের কাছে । খবর পেয়েই এলাকার উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল ৷ বাইক সমেত দুই দুষ্কৃতী ধরা পড়ে ঘটনাস্থাল থেকে । বাকিরা অবশ্য পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় । ওই পলাতক দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ সতর্ক করা হয়েছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার পুলিশকে ৷ এমনকি, সীমান্ত পেরিয়ে ওই দুষ্কৃতীরা যাতে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে, তার জন্যও শুরু হয়েছে নজরদারি ।