বারাসত, 13 মার্চ : মতানৈক্য প্রবল। তার জেরে সম্মেলনের তিনদিন পরেও দলের নতুন জেলা কমিটি গঠনই করতে পারল না সিপিএম (CPM Could't Form New District Committee)। এই পরিস্থিতিতে নতুন উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটকে।
সূত্রের খবর, ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলা সিপিএমের নতুন কমিটি নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে। সেখানে জেলা নেতৃত্বের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বার্তা দেওয়া হয়েছে, দ্রুত এই সমস্যা মিটিয়ে নিতে হবে। না হলে অন্য বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে। প্রয়োজনে বারাসতে জেলা সিপিএম কার্যালয়ে সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের ডেকে আলোচনার মাধ্যমে নতুন জেলা কমিটি বাছাই করে নিতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যা না মিটলে ভোটাভুটির পথেই সিপিএমের নতুন জেলা কমিটি গঠন করতে হবে। সেই সম্ভাবনা জোরালো বলেই মনে করা হচ্ছে সিপিএমের অন্দরে।
আরও পড়ুন :Firhad Hakim Attacks CPM : রাজ্যে শিক্ষার বেসরকারিকরণ প্রসঙ্গে সিপিএমকে পাল্টা আক্রমণ
সম্মেলনের মধ্য দিয়েই কমিটি গঠন করাই দস্তুর সিপিএমের। রাজ্যে ক্ষমতায় থাকাকালীনও এভাবেই দলের বিভিন্ন শাখা সংগঠন এবং জেলা, রাজ্য ও কেন্দ্রীয় কমিটি গঠিত হয়ে এসেছে। কিন্তু, সম্ভবত এবারই প্রথম সিপিএমের উত্তর ২৪ পরগনার নতুন জেলা কমিটি গঠন হল না সম্মেলনের মধ্য দিয়ে। যা কিছুটা হলেও ব্যতিক্রমী সিপিএম পার্টিতে।
তিনদিন ব্যাপী সিপিএমের ২৫তম উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলন শেষ হয়েছে বুধবারই। ব্যারাকপুরের নৈহাটিতে হওয়া সেই সম্মেলনে হাজির ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, দলের দুই পলিটব্যুরোর সদস্য বিমান বসু, মহম্মদ সেলিম। সম্মেলনের শেষ দিনে অর্থাৎ বুধবার নতুন জেলা কমিটি বাছাই করতে গিয়েই সামনে আসে দলীয় মতানৈক্য।
সূত্রের খবর, মৃণাল চক্রবর্তীকে ফের দলের জেলা সম্পাদক করে ৬৫ জনের নতুন জেলা কমিটি গঠনের চেষ্টা করেছিলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা। কিন্তু, সম্মেলন কক্ষ থেকে আরও কয়েকজনের নাম জমা পড়ে দলীয় নেতৃত্বের কাছে। নেতৃত্বের অনুরোধেও সেই নাম তুলে নিতে চাননি তাঁরা। ফলে মতানৈক্যের জেরে নতুন জেলা কমিটি গঠন না করেই সিপিএমের জেলা সম্মেলন শেষ হয়ে যায়। কিন্তু, কমিটি গঠনে কখনও যদি মতানৈক্য তৈরি হয়, তাহলে ভোটাভুটির মধ্য দিয়েই নতুন কমিটি বেছে নেওয়ার পদ্ধতি রয়েছে সিপিএমের অন্দরে। ভোটাভুটি এড়াতেই কি সম্মলনের তিনদিন পরেও নতুন জেলা কমিটি গঠন করতে পারল না আলিমুদ্দিন স্ট্রিট? নাকি ভোটাভুটি হলে অন্য বার্তা যেতে পারে সাধারণ মানুষের মধ্যে? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহলে।
এদিকে, সম্মেলনের তিনদিন পার হয়ে গেলেও নতুন জেলা কমিটি গঠিত না হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তাই নতুন কমিটি গঠন বেশিদিন ফেলে রাখতে চান না আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা(Alimuddin Street)। একদিন বাদেই প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হতে চলেছে সিপিএমের ২৬তম রাজ্য সম্মেলন। তারপরেই মার্চের গোড়ায় কেরলের কান্নুরে অনুষ্ঠিত হওয়ার কথা সিপিএমের কেন্দ্রীয় সম্মেলন। তাই, এই দুই সম্মেলনের আগেই দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি গঠনের প্রক্রিয়া সেরে ফেলতে চায় সিপিএমের রাজ্য নেতৃত্ব। যদিও, এই নিয়ে দলের কোনও জেলা নেতাই মুখ খুলতে চাননি। সিপিএমের পূর্ববর্তী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দলের আভ্যন্তরীণ বলে এড়িয়ে গিয়েছেন।
সবমিলিয়ে, মতানৈক্যের জেরে নতুন জেলা কমিটি গঠিত না হওয়ায় বিপাকে পড়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা।