পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan on Humayun Kabir: অপছন্দ হলেই শোকজ, হুমায়ুন কবীর নিয়ে মমতাকে কটাক্ষ সুজনের - লক্ষ্মীর ভাণ্ডার

Sujan Chakraborty on Humayun Kabir Issue: মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন সুজন চক্রবর্তী ৷ বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করা নিয়ে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন সুজন ।

Sujan on Humayun Kabir ETV BHARAT
Sujan on Humayun Kabir ETV BHARAT

By

Published : Jul 29, 2023, 8:00 PM IST

হুমায়ুন কবীর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুজন চক্রবর্তীর

বারাসত, 29 জুলাই: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন , ‘‘পছন্দ হলেই সাত খুন মাফ ! আর অপছন্দ হলেই শোকজ ৷’’ শোকজ করা নিয়ে হুমায়ুন কবীরের পাশে দাঁড়ালেন সুজন ৷ শনিবার বারাসতে সিপিআইএম-এর বৈঠকের পর একথা বলেন তিনি ৷

দল বিরোধী কার্যকলাপ ও বিতর্কিত মন্তব্যের অভিযোগ টেনে ভরতপুরের বিধায়ককে শোকজ করেছে তৃণমূল । বিষয়টিকে একহাত নিয়েই সুজন চক্রবর্তীর একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন মমতার দিকে । তিনি বলেন, " সবার আগে মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তো ? কংগ্রেস থেকে দল ভাঙিয়ে তৃণমূলে এনে ছিলেন কেন ? তৃণমূলে নিয়ে আসার পর মন্ত্রী করেছিলেন কেন ? মন্ত্রী হয়েও ভোটে হেরে গিয়েছিলেন তিনি ৷ তার পরেও কেন তাঁকে মন্ত্রী পদে বহাল রেখেছিলেন ? মুখ্যমন্ত্রীর পছন্দ হলেই সব ঠিক ৷ অপছন্দ হলেই যত রাগ ৷’’

হুমায়ুন কবীরকে আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার কথা জানিয়ে শোকজ করে তৃণমূল কংগ্রেস । যদিও, সেই চিঠির পাওয়ার কথা স্বীকার করেননি কবীর ৷ জানিয়েছেন তাঁর ইমেলে বা হোয়াটঅ্যাপে এমন কোনও চিঠি আসেনি ৷ তবে, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে তাঁর শোকজের একটি কপি বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায়ের কাছেও পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:দলবিরোধী কাজের অভিযোগে হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের

তৃণমূলের বিরুদ্ধাচরণের অভিযোগ বার বার উঠেছিল হুমায়ুন কবীরের বিরুদ্ধে ৷ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে একাধিক নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন ৷ গোঁজ প্রার্থী দেওয়া নিয়ে মুর্শিদাবাদে তাঁর বিরুদ্ধে তৃণমূলের অন্দরে ক্ষোভ ছিল ৷ শুধু তাই নয়, প্রয়োজনে আলাদা দল তৈরি করে রাজনৈতিক ময়দানে লড়বেন বলেও জানিয়েছিলেন হুমায়ুন কবীর । তৃণমূলের খারাপ ফলের জন্য দলীয় নের্তৃত্বকেই দায়ী করেছিলেন তিনি । সবমিলিয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে তৃণমূলের অন্দরে ক্ষোভ ছিলই । সুজন চক্রবর্তীর কটাক্ষ, "হুমায়ুন কবীরের কার্যকলাপ পছন্দ হচ্ছে না বলে তাঁকে শোকজ করা হল! কিন্তু,যাঁর জন্য তিনি অপছন্দের জায়গায় গেলেন সেই মুখ্যমন্ত্রীকে কি শোকজ করা হবেনা?"

ABOUT THE AUTHOR

...view details