পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

''রাজীব কুমারকে বাঁচাতে BJP-র পকেটে জমা মুখ্যমন্ত্রী'', সমাবেশে কটাক্ষ সেলিমের

মিছিল থেকেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সেলিম ৷ বলেন, ‘‘পিসি, ভাইপো থেকে শুরু করে রাজীব কুমার কে সারদা-নারদা থেকে বাঁচানোর জন্য BJP-র পকেটে জমা আছে মুখ্যমন্ত্রী । তাই NRC ও NPR এর বিরোধিতা শুধুমাত্র রাজ্যবাসীকে ভাঁওতা দেওয়ার জন্যই ।''

By

Published : Dec 29, 2019, 2:45 PM IST

image
CPIM-এর প্রতিবাদ মিছিল

ব্যারাকপুর, 29 ডিসেম্বর : NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আজ ফের পথে নামল CPIM ৷ কাঁকিনাড়া রথতলা মোড় থেকে শ্যামনগর ওয়েভারলি জুটমিল পর্যন্ত চলে এই মিছিল ৷ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব ছিলেন মহঃ সেলিম । এছাড়াও CITU-এর রাজ্য সভাপতি নেপালদেব ভট্টাচার্য, CITU-এর রাজ্য সম্পাদক গার্গী চট্টোপাধ্যায় সহ CPIM-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিছিলে । মিছিলে পা মেলান অসংখ্য CPIM-এর কর্মী-সমর্থকরাও ।

CPIM-এর প্রতিবাদ মিছিল

মিছিল থেকেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সেলিম ৷ বলেন, ‘‘পিসি, ভাইপো থেকে শুরু করে রাজীব কুমার কে সারদা-নারদা থেকে বাঁচানোর জন্য BJP-র পকেটে জমা আছে মুখ্যমন্ত্রী । তাই NRC ও NPR এর বিরোধিতা শুধুমাত্র রাজ্যবাসীকে ভাঁওতা দেওয়ার জন্যই । কারণ বাজপেয়ি সরকারের এর সময় এই আইন তৈরি হয়েছিল । সেই সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই । তিনি আইন তৈরিতে সম্মতি দিয়েছিলেন । তাই আজ এই NRC ও NPR এর বিরোধিতা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয় ৷’’

NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে CPI(M) । মূলত তাঁদের দাবি, সকলের জন্য স্থায়ী সম্মানজনক কাজের ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হবে ও অবিলম্বে মূল্যবৃদ্ধি রোধ ও নাগরিকত্ব বিল বাতিল করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details