বারাসত, 27 জুলাই: বরানগর পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । বলেন, "পৌরসভায় যে 175 জনকে নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতার কোনও তালিকা পৌরসভায় টাঙানো হয়নি । সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ ভাবে এই সব কর্মীদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন আবার শাসকদলের কাউন্সিলরের ঘনিষ্ঠ।"
তাঁর আরও অভিযোগ, "পৌরসভার কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে । কিন্তু বেশ কয়েকজনের ক্ষেত্রে তা মানা হয়নি।" পৌরসভার গাড়িচালক থেকে মজুর নিয়োগের ক্ষেত্রেও কোনও নিয়মবিধি মানা হয়নি বলে অভিযোগ করেন তন্ময়বাবু। বলেন, "পৌরসভা কিংবা যে কোনও সরকারি দপ্তরে গাড়ি চালকের নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগে । কিন্তু বরানগর পৌরসভায় এমন কিছু গাড়ি চালককে নিয়োগ করা হয়েছে, যাদের অভিজ্ঞতা এক থেকে দু'বছর । সবচেয়ে অবাক করার বিষয় খোদ চেয়ারম্যানের গাড়িচালকের অভিজ্ঞতাও দু'বছরের বেশি নয়। "
পৌরসভায় যে 25 শতাংশ মজুর নিয়োগ করা হয়েছে তাদের অধিকাংশই ভিন জেলার বাসিন্দা বলে দাবি করেছেন তিনি । এই বলেন,"পৌরসভায় অনেক অস্থায়ী কর্মী রয়েছেন যাঁঁরা 15 থেকে 20 বছর ধরে কাজ করছেন । তাঁরাও পরীক্ষায় বসেছিলেন অথচ তাঁদের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। "