বারাসত, 21 সেপ্টেম্বর : খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল CPI(M) জেলা নেতৃত্ব ৷ প্রায় 13 মাস পর গতরাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান আমডাঙায় CPI(M)-র সদস্য এন্তাজুল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে ৷ গতকাল তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই তাঁকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে যান CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জি ৷ জেল থেকে বাইরে বেরোতেই এন্তাজুলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাঁরা ৷
আহমেদ আলি খান বলেন, "তৃণমূল ও পুলিশ চক্রান্ত করে আমডাঙার মোট 126 জন নেতা ও কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল ৷ এরমধ্যে দলের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মণ্ডলেরও নাম রয়েছে ৷ খুন, গাঁজা, জালনোট পাচারসহ মোট আটটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এভাবে মিথ্যা মামলা করে আমাদের মনোবল ভাঙা যাবে না ৷" তিনি আরও বলেন, "এখনও আমাদের 6জন পঞ্চায়েত সদস্য ও 2 জন নেতাকে জেলে আটকে রাখা হয়েছে ৷ হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, যে এন্তাজুলের জামিন মঞ্জুর করেছে৷ বাকিদের জামিনের ক্ষেত্রেও হাইকোর্টের ওপর ভরসা রয়েছে আমাদের ৷"