পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুনে অভিযুক্ত দলীয় সদস‍্যকে বরণ বারাসত CPI(M) নেতৃত্বের - খুনে অভিযুক্ত দলীয় সদস‍্যকে বরণ বারাসত CPI(M) নেতৃত্বের

প্রায় 13 মাস পর গতরাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান আমডাঙায় CPI(M)-র সদস্য এন্তাজুল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে ৷ গতকাল তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই তাঁকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে যান CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জি ৷

এন্তাজুল মণ্ডল

By

Published : Sep 21, 2019, 5:42 PM IST

Updated : Sep 21, 2019, 9:36 PM IST

বারাসত, 21 সেপ্টেম্বর : খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস‍্যকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল CPI(M) জেলা নেতৃত্ব ৷ প্রায় 13 মাস পর গতরাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান আমডাঙায় CPI(M)-র সদস্য এন্তাজুল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে ৷ গতকাল তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই তাঁকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে যান CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জি ৷ জেল থেকে বাইরে বেরোতেই এন্তাজুলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাঁরা ৷

এন্তাজুল মণ্ডল

আহমেদ আলি খান বলেন, "তৃণমূল ও পুলিশ চক্রান্ত করে আমডাঙার মোট 126 জন নেতা ও কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল ৷ এরমধ্যে দলের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মণ্ডল‌েরও নাম রয়েছে ৷ খুন, গাঁজা, জালনোট পাচারসহ মোট আটটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এভাবে মিথ্যা মামলা করে আমাদের মনোবল ভাঙা যাবে না ৷" তিনি আরও বলেন, "এখনও আমাদের 6জন পঞ্চায়েত সদস্য ও 2 জন নেতাকে জেলে আটকে রাখা হয়েছে ৷ হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, যে এন্তাজুলের জামিন মঞ্জুর করেছে৷ বাকিদের জামিনের ক্ষেত্রেও হাইকোর্টের ওপর ভরসা রয়েছে আমাদের ৷"

এবিষয়ে আমডাঙা ব্লক তৃণমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন, "এটাই CPI(M)-র সংস্কৃতি ৷ তাঁরা খুনে অভিযুক্তকে ফুলের মালা দিয়ে বরণ করবেই । এর থেকে বেশি কিছু আশা করা যায় না ৷" যদিও, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর হয়েছে বলে দাবি করেন এন্তাজুল ৷

2018 সালের 28 অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও CPI(M) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙার বহিসগাছি ৷ বোমা ও গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন ৷ এই ঘটনায় আমডাঙার পঞ্চায়েত সমিতির সদস্য ও CPI(M) নেতা জাকির বুল্লুকের নাম জড়ায় ৷ এছাড়াও CPI(M)-র 43 জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরমধ্যে CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান‌ও ছিল ৷ সম্প্রতি, হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান জাকির বুল্লুক, আহমেদ আলি খানসহ CPI(M)-র 37 জন নেতা ও কর্মী ৷ গতকাল জামিনে ছাড়া পান CPI(M)-র পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল‌৷ সূত্রের খবর, গ্রেপ্তার হ‌ওয়া 44 জন নেতা ও কর্মীর মধ্যে এখনও জেলে বন্দী রয়েছেন 6 জন ৷প্রসঙ্গত, দু-দিন আগে জামিনে ছাড়া পাওয়া CPI(M)-র 22 জন কর্মীকে আমডাঙায় নিয়ে গিয়ে মালা দিয়ে বরণ করেছিল CPI(M) নেতৃত্ব ৷ এবার ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ৷

Last Updated : Sep 21, 2019, 9:36 PM IST

For All Latest Updates

TAGGED:

CPIMgot bail

ABOUT THE AUTHOR

...view details