বারাসত, 29 জুন : করোনার টিকাকরণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণ চলছে । এই অভিযোগ তুলে মঙ্গলবার বারাসতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী-সমর্থকরা । বুকে প্লাকার্ড জড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ । পরে জেলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমের এক প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয় । যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় ।
করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ । ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও । অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ । কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ । আবার কোথাও টিকার প্রথম ডোজ় মিললেও দ্বিতীয় ডোজ়ের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে । ফলে, টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার ।
এই সবের মধ্যেই সামনে এসেছে ভুয়ো টিকাকরণ । যেখানে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে আবার শাসকদলের সখ্যতার অভিযোগ উঠেছে । এই নিয়ে সোমবারই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টিকা-কাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি । সেই সঙ্গে,পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান । তারই মধ্যে এবার টিকাকরণ নিয়ে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে পথে নামলেন সিপিএমের কর্মী-সমর্থকরা । এই ইস্যুতে আজ দুপুরে বারাসতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । চলে স্লোগানও ।