বারাসত, 5 অগস্ট: "তৃণমূলে (Trinamool Congress) মুষল পর্ব চলছে । একজন আরেকজনের ওপর দোষ চাপিয়ে এখন নিজে বাঁচার চেষ্টা করছেন । এর বাইরে কিছু নয়", পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইস্যুতে বারাসত পৌরসভার (Barasat Municipality) বর্তমান এবং প্রাক্তন চেয়ারম্যানের বিবাদ নিয়ে এমনই মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) ।
শুক্রবার উত্তর 24 পরগনার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানকে কটাক্ষ করে তিনি বলেন, "সুনীল মুখোপাধ্যায় দলের বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় সম্পর্কে কী বলেছেন তা আমার জানা নেই । আসলে তৃণমূল দলটা কী, তা সকলেই বোঝেন। শিক্ষক নিয়োগের ব্যাপার হোক কিংবা পঞ্চায়েতের দুর্নীতি । বাংলার মানুষের মধ্যে এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে । এটা তৃণমূল নেতারা ভালোভাবেই বুঝতে পারছেন । তাই মানুষের ক্ষোভের হাত থেকে বাঁচতে এখন একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছেন । মানুষ তৃণমূলের চোর নেতাদের কাউকেই ছাড়বে না । আজ হোক কিংবা কাল মানুষ তাদের শাস্তির ব্যবস্থা করবেই ৷"