পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

District Bar Election: নজিরবিহীন ! টানা চারবার জেলা বার নির্বাচনে জয়ী বাম-কংগ্রেস জোট - North 24 Parganas District Bar Association

আসন্ন পঞ্চায়েত ভোটে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হবে কি না, জানা নেই ৷ তবে উত্তর 24 পরগনার জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম-কং জোটের কাছে হারল ঘাসফুল ৷ পদ্মফুল খাতা খুলতে পারেনি (Bar Election in North 24 Parganas) ৷

Barasat Bar Election
জেলা বার অ্যাসোসিয়েশন

By

Published : Feb 5, 2023, 7:32 AM IST

Updated : Feb 5, 2023, 8:18 AM IST

উত্তর 24 পরগনার বারাসতে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

বারাসত, 5 ফেব্রুয়ারি: পরপর চারবার ! জোট গড়ে জেলা বারের নির্বাচনে ফের শাসকদলকে পরাস্ত করলেন বাম ও কংগ্রেসের আইনজীবীরা ৷ জেলা বার অ্যাসোসিয়েশনের ক্ষমতাও ধরে রাখলেন তাঁরা ৷ তবে, গতবার জোটের দখলে ছিল আটটি আসন ৷ এবারে একটি আসন কমে সাতটি আসন পেয়েছে বাম-কং জোট ৷ অন‍্যদিকে, একটি আসন বেড়ে এবার তৃণমূল কংগ্রেস পেয়েছে ছ'টি আসন ৷ ফলে, দু'পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এবার বারের নির্বাচনে শেষ হাসি হাসল বাম-কংগ্রেস জোট ৷ এই নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি বিজেপি এবং জোট শরিক সিপিআই ৷ জেলা বারের নির্বাচনে দু'দলের আইনজীবীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । তাতে কোনও দল সুবিধে করতে পারেনি । গতবারের মতো এবারও গেরুয়া শিবিরকে তৃতীয়স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে । এদিকে টানা চারবার বারের ক্ষমতা জোটের হাতে যাওয়া কার্যত নজিরবিহীন বলে মনে করছেন আইনজীবীদের একাংশ (Bar Election in North 24 Parganas) ৷

গতবারের মতো এবারও নির্ধারিত সময়ে উত্তর 24 পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের (North 24 Parganas District Bar Association) নির্বাচন হয় বারের কার্যালয়ে ৷ 31 জানুয়ারি মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন ধার্য করা হয় ৷ 1 ফেব্রুয়ারি- 4 ফেব্রুয়ারি, টানা তিনদিন ধরে চলেছে স্ক্রুটিনি এবং ভোট গণনার কাজ ৷ এবারও বাম এবং কংগ্রেসের আইনজীবীরা জোটবদ্ধভাবে জেলা বারের নির্বাচনে লড়াই করেছে ৷ কিন্তু তৃণমূল ও বিজেপি এককভাবে অংশ নিয়েছে ৷ তবে এবারে বাম শরিক সিপিআই জোট থেকে বেরিয়ে আলাদাভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল ৷ তাঁরা 13টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী দেয় ৷ ফলে চতুর্মুখী লড়াইয়ে জমে ওঠে জেলা বারের নির্বাচন ৷

আরও পড়ুন: 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভির নজরদারিতে ভোট সাগরদিঘিতে

জেলা বার সূত্রে জানা গিয়েছে, পদাধিকারী এবং বারের এগজিকিউটিভ মেম্বার মিলিয়ে মোট 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাম-ডান- সবাই ৷ জোট শরিক সিপিআই আলাদাভাবে চারটি আসনে প্রার্থী দেওয়ায় বারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 43 ৷ ভোটারের সংখ্যা 1 হাজার 902 ৷ তবে ভোট দিয়েছেন 1 হাজার 528 জন ৷ তার মধ্যে পাঁচটি ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে ৷ নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বারাসত জেলা আদালতের আইনজীবীদের একাংশকে নিয়ে নির্বাচক কমিটিও গড়া হয় ৷

জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সাফল্য মেলে ৷ তা ফের দেখিয়ে দিলেন বারাসত আদালতের বাম-কংগ্রেস জোটের আইনজীবীরা ৷ তাও এমন একটা সময়, যেখানে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের আবেদন মেনে বামেরা সেখানে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

এই বিষয়ে জোটের সাধারণ সম্পাদক পদে জয়ী আইনজীবী ও জেলা কংগ্রেস নেতা তারক মুখোপাধ্যায় বলেন, "বাম এবং কংগ্রেসের মধ্যে আগেও জোট হয়েছিল ৷ আশা করছি, ভবিষ্যতেও তা বজায় থাকবে ৷ এভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শাসকদলকে রুখে দেওয়া যায় ৷ তার প্রকৃষ্ট উদাহরণ জেলা বারের ফলাফল ৷ আমরা চাই, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনেও এই জোটের ধারা বজায় থাকুক ৷" বাম শরিক সিপিআই জোট থেকে বেরিয়ে আলাদাভাবে লড়েছে ৷ হয়তো সেজন্য ফলাফলে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে, মত প্রবীণ কংগ্রেস নেতার ৷

অন‍্যদিকে, তৃণমূল লিগ্যাল সেলের হয়ে সহ-সভাপতি পদে জয়ী আইনজীবী অলোক সমাজপতি বলেন, "জেলা বারের নির্বাচনের সঙ্গে অন্য কোনও নির্বাচনের তুলনা টানা উচিত নয় ৷ এখানে সকলেই একে অন্যের সহকর্মী ৷ রাজনৈতিক রং থাকলেও একে অপরের প্রতি বিদ্বেষ নেই ৷" তিনি জানান, জেলা বারের ক্ষমতা জোটের হাতে ৷ তবে দুই রাজনৈতিক দলের থেকে তৃণমূল কংগ্রেস একাই বেশি আসন পেয়েছে ৷

আরও পড়ুন: বাম-কং জোটের কাছে পরাজিত তৃণমূল, বিজেপি

Last Updated : Feb 5, 2023, 8:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details