অশোকনগর, 23 মে: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হলেন এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুরে। গুরতর জখম অবস্থায় ওই যুবককে কলকাতার RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমায় জখম যুবকের নাম নুরউদ্দিন শেখ (24)। শনিবার বাড়ির ছাদে বসে বোমা বাঁধার সময় বিস্ফোরণটি হয়। যাতে গুরুতর জখম হয় নুরউদ্দিন। চিকিৎসার জন্য প্রথমে তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বারাসত জেলা হাসপাতাল ঘুরে কলকাতার RG কর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যদিও বোমা বাঁধার কথা স্বীকার করেনি পরিবার। তাদের দাবি, রাস্তা থেকে কেউ নুরউদ্দিনকে লক্ষ্য করে বোম ছুড়েছে। তাতেই সে জখম হয়।