বারাসত, 31 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ জারি রয়েছে । কিন্তু ওষুধ বা খাদ্য সামগ্রী তো প্রত্যহ দরকার । সেসবের জোগাড় হবে কী করে ? এই সব প্রশ্নের মাঝে সাহায্যের হাত বাড়াল বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের CPI(M) নেতা-কর্মীরা । যে কোনও দরকারে তাদের ফোন করলে ছুটে যাচ্ছে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে । সাহায্যের জন্য যে কেউ যাতে যেকোনও সময়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার জন্য নিজেদের ফোন নম্বর দিয়ে বানিয়ে ফেলেছে লিফলেটও ।
লকডাউনে গৃহবন্দী বারাসত, সাহায্য CPI(M)-এর
লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ । খাবারের প্রয়োজনে অনেকেই বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন, এই পরিস্থিতিতে এবার সাহায্যের হাত বাড়াল বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের CPI(M) নেতা-কর্মীরা ।
বারাসত
এর আগে বহুবার যে কোনও দুর্যোগে বা বিপর্যয়ে, কখনও খাবার দিয়ে হোক বা কখনও বস্ত্র-কম্বল দিয়ে, বামপন্থীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে । আয়লা থেকে বুলবুল, ত্রাণ শিবিরের আয়োজন থেকে মানুষের জন্য ত্রাণ তহবিল গড়া, বামেরা সাহায্যের হাত বাড়িয়েছে । লকডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্য়ে হাত বাড়ালেন বারাসত পৌরসভার CPI(M) নেতা-কর্মীরা । বাড়িতে বাড়িতে পৌঁছে দিল ওষুধ, খাবার ও জল ।