বারাসত, 26 মার্চ: কোরোনা মোকাবিলায় এবার নিজের বিধায়ক তহবিল থেকে ৩০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দিলেন উত্তর দমদমের CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য । এবিষয়ে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে চিঠিও দেন তিনি । দ্রুত সেই অনুদান যাতে মঞ্জুর হয় সেই বিষয়ে আজ জেলাশাসকের সঙ্গে দেখা করে আর্জিও জানিয়েছেন এই CPI(M) বিধায়ক ।
এবিষয়ে তন্ময় ভট্টাচার্য বলেন,"কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই বাম বিধায়করা নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লাখ টাকা করে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে । সেইমতো আমি সহযোগিতা করার প্রস্তাব দিয়েছি জেলাশাসকের কাছে ৷" তিনি আরও বলেন,"আমার বিধানসভার মধ্যে উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পৌর হাসপাতাল রয়েছে । ওই দুই হাসপাতালে কোরোনা সংক্রান্ত চিকিৎসার জন্য ১০ লাখ টাকা করে অর্থাৎ ২০ লাখ টাকা অনুদানের প্রস্তাব দিয়েছি । " এছাড়া জেলা সদর বারাসত হাসপাতাল কিংবা অন্য কোনও মহকুমা হাসপাতালে কোরোনার চিকিৎসার জন্য আরও ১০ লাখ টাকা অনুদান দিতে চেয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে চিঠি দিয়েছেন তিনি । পাশাপাশি জেলাশাসেকর সঙ্গে দেখা করে দ্রুত এই অনুদানের টাকা মঞ্জুরের আর্জিও জানান তন্ময় ভট্টাচার্য ।