পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Vaccination : বসিরহাটের যৌনপল্লিতে টিকাকরণ শুরু করল স্বাস্থ্য দফতর - করোনা

যৌনকর্মীদের জন্য টিকাকরণ শুরু করল উত্তর 24 পরগনার বসিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ৷ শুক্রবার মাটিয়ার যৌনপল্লির 210 জন বাসিন্দাকে করোনার টিকা দেওয়া হয় ৷ কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে তাঁদের ৷ নির্দিষ্ট সময় দ্বিতীয় ডোজও পাবেন তাঁরা ৷ টিকাকরণ করা হবে বাকি যৌনকর্মীদেরও ৷

Covid vaccination for sex workers in Basirhat
Covid Vaccination : বসিরহাটের যৌনপল্লিতে টিকাকরণ শুরু করল স্বাস্থ্য দফতর

By

Published : Jun 18, 2021, 5:14 PM IST

বসিরহাট, 18 জুন :করোনা আবহে যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে উদ্যোগী হল উত্তর 24 পরগনার বসিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ৷ মাটিয়ার যৌনপল্লিতে শুরু হল টিকাকরণ প্রক্রিয়া ৷ শুক্রবার বসিরহাট জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সেখানকার দু’শোরও বেশি যৌনকর্মীকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয় ৷ বসিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে ৷ যৌনকর্মীরা যাতে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ ৷

আরও পড়ুন :বসিরহাট উপ-সংশোধনাগারে বন্দিদের টিকাকরণ প্রক্রিয়া চালু

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ সংক্রমণের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ সেইসঙ্গে চলছে টিকাকরণ প্রক্রিয়াও ৷ কড়া নিয়মবিধি কার্যকর করায় রাজ্যে সংক্রমণের হার কমেছে ঠিকই, তবে মৃত্যুর সংখ্যা যথেষ্ট ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে ৷ গত 24 ঘণ্টায় শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলাতেই 17 জনের মৃত্যু হয়েছে ৷ রাজ্যের নিরিখে সংখ্যাটা 64 ৷ এখনও সংক্রমণ ও মৃত্যুর নিরিখে কলকাতা লাগোয়া এই জেলা শীর্ষে রয়েছে ৷

এই পরিস্থিতিতে সংক্রমণ এবং মৃত্যু ঠেকানোই চ্যালেঞ্জ স্বাস্থ্য দফতরের কাছে ৷ তাই, সংক্রমণে লাগাম টানতে শুরু হয়েছে ব্যাপক টিকাকরণ ৷ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্য়ক্তিদের আলাদা, আলাদাভাবেও টিকা দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে বসিরহাট উপসংশোধনাগারের বন্দিদেরও টিকাকরণ করা হয় ৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন যৌনকর্মীরাও ৷

এদিন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে মাটিয়ার যৌনপল্লিতে পৌঁছে যান বসিরহাট জেলার সহকারী স্বাস্থ্য আধিকারিক শ্যামল বিশ্বাস ৷ ছিলেন ধান্যকুড়িয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ বিশ্বাসও ৷ এরপর স্বাস্থ্যপরীক্ষা করে যৌনকর্মীদের একে একে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়‌ ৷

মাটিয়ার যৌনপল্লিতে সবমিলিয়ে প্রায় 1 হাজার 500 জন যৌনকর্মী রয়েছেন ৷ তাঁদের মধ্যে এদিন 210 জনকে করোনার টিকা দেওয়া হয় ৷ আগামী দিনে বাকিদেরও টিকাকরণ করা হবে ৷ এই বিষয়ে শ্যামল বিশ্বাস বলেন, ‘‘করোনার অতিমারিতে যৌনকর্মীরা যাতে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আমাদের লক্ষ্য একটাই ৷ সংক্রমণের হাত থেকে যৌনকর্মীদের রক্ষা করা ৷ তাছাড়া, এই বিষয়ে সামাজিক দায়বদ্ধতাও রয়েছে স্বাস্থ্য বিভাগের ৷ এদিন কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হল মাটিয়ার যৌন কর্মীদের ৷ দ্বিতীয় ডোজও তাঁরা সময় মতোই পাবেন ৷’’

আরও পড়ুন :Covid Vaccination : চন্দ্রকোণায় শুরু দুয়ারে ভ্য়াকসিন কর্মসূচি, বাড়িতেই টিকা প্রবীণদের

বসিরহাট জেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাটিয়ার যৌনকর্মীরা ৷ তাঁদের একজন বলেন, ‘‘করোনার অতিমারিতে রুজিরুটিতে টান পড়েছে যৌনকর্মীদের ৷ এই অবস্থায় যৌনকর্মীদের টিকাকরণ করা হলে আতঙ্ক সরিয়ে হয়তো কিছু গ্রাহক আসবেন তাঁদের কাছে ৷ তাতে দু’টো পয়সা হাতে আসবে ৷ এটা খুব ভালো উদ্যোগ ৷’’

ABOUT THE AUTHOR

...view details