হাড়োয়া, 4 অগস্ট : কেউ এসেছেন দু’দিন আগে ৷ কেউ বা একদিন আগে ৷ বাড়িঘর ছেড়ে কোলের শিশুকে নিয়ে হত্যে দিয়ে পড়ে রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে ৷ কেবলমাত্র করোনার টিকা পাওয়ার আশায় এত ঝক্কি ! কিন্তু খোলা আকাশের নীচে রাত জেগে দিনের পর দিন কাটালেও মিলছে না সেই ‘অরূপ রতন’ ! উল্টে টিকা নিতে এসে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের ৷ এমনটাই অভিযোগ টিকা নিতে আসা মানুষজনের ৷ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে না চাইলেও সূত্রের খবর, টিকার অপ্রতুলতার জন্যই এত হ্যাপা পোহাতে হচ্ছে আমজনতাকে ৷
আরও পড়ুন :Covid Vaccination : করোনাবিধি শিকেয় তুলে রাতভর লাইন, বারাসতে টিকাকরণের করুণ ছবি
বিশেষজ্ঞদের দাবি, করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে হলে টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা ৷ চিকিৎসকরাও বারবার বলছেন, করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি পালন করার পাশাপাশি টিকাকরণের উপর আরও বেশি করে জোর দিতে হবে ৷ অথচ সেই টিকাকরণ নিয়েই উঠছে বিস্তর অভিযোগ ৷ কখনও লম্বা লাইনে দাঁড়িয়েও টিকা পাওয়া যাচ্ছে না ৷ আবার কখনও টিকাকরণের ক্ষেত্রে রাজনৈতিক স্বজনপোষণের অভিযোগ উঠছে ৷ রাজ্য়ের দাবি, কেন্দ্র পর্যাপ্ত টিকা না পাঠানোতেই বাড়ছে সমস্যা ৷ অন্যদিকে, রাজ্য়ের শাসকদলের সদস্যদের বিরুদ্ধে টিকা কালোবাজারির অভিযোগ তুলেছে বিজেপি ৷ আর এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পড়ে বরাবরের মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই আমআদমিকেই ৷
দুর্ভোগ, হয়রানি, হতাশার সেই ছবিই স্পষ্ট হয়ে উঠেছে উত্তর 24 পরগনার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ৷ গত কয়েকদিন ধরে রাত জেগে লাইনে দাঁড়িয়েও টিকা পাননি বহু মানুষ ৷ বাড়িঘর ছেড়ে কোলের শিশুকে সঙ্গে নিয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনেই হত্যে হয়ে পড়ে রয়েছেন তাঁরা ৷ টিকা পাওয়ার জন্য সেখানেই অস্থায়ী আস্তানা গেড়েছেন ৷