পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid Vaccination : হাসপাতালের সামনে রাত জেগে হত্যে দিয়েও অমিল করোনার টিকা - টিকাকরণ

করোনার টিকা নিতে এসে চরম হয়রানি ৷ খোলা আকাশের নীচে রাতের পর রাত জাগছেন অসংখ্য মানুষ ৷ তারপরও মিলছে না টিকা ৷ এই ছবি উত্তর 24 পরগনার হাড়োয়া গ্রামীণ হাসপাতাল চত্বর ও তার লাগোয়া এলাকার ৷

Covid Vaccination chaos at Haroa Rural Hospital of North 24 Parganas
Covid Vaccination : হাসপাতালের সামনে রাত জেগে হত্যে দিয়েও অমিল করোনার টিকা

By

Published : Aug 4, 2021, 1:55 PM IST

Updated : Aug 4, 2021, 4:35 PM IST

হাড়োয়া, 4 অগস্ট : কেউ এসেছেন দু’দিন আগে ৷ কেউ বা একদিন আগে ৷ বাড়িঘর ছেড়ে কোলের শিশুকে নিয়ে হত্যে দিয়ে পড়ে রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে ৷ কেবলমাত্র করোনার টিকা পাওয়ার আশায় এত ঝক্কি ! কিন্তু খোলা আকাশের নীচে রাত জেগে দিনের পর দিন কাটালেও মিলছে না সেই ‘অরূপ রতন’ ! উল্টে টিকা নিতে এসে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের ৷ এমনটাই অভিযোগ টিকা নিতে আসা মানুষজনের ৷ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে না চাইলেও সূত্রের খবর, টিকার অপ্রতুলতার জন্যই এত হ্যাপা পোহাতে হচ্ছে আমজনতাকে ৷

আরও পড়ুন :Covid Vaccination : করোনাবিধি শিকেয় তুলে রাতভর লাইন, বারাসতে টিকাকরণের করুণ ছবি

বিশেষজ্ঞদের দাবি, করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে হলে টিকাকরণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন তাঁরা ৷ চিকিৎসকরাও বারবার বলছেন, করোনার সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি পালন করার পাশাপাশি টিকাকরণের উপর আরও বেশি করে জোর দিতে হবে ৷ অথচ সেই টিকাকরণ নিয়েই উঠছে বিস্তর অভিযোগ ৷ কখনও লম্বা লাইনে দাঁড়িয়েও টিকা পাওয়া যাচ্ছে না ৷ আবার কখনও টিকাকরণের ক্ষেত্রে রাজনৈতিক স্বজনপোষণের অভিযোগ উঠছে ৷ রাজ্য়ের দাবি, কেন্দ্র পর্যাপ্ত টিকা না পাঠানোতেই বাড়ছে সমস্যা ৷ অন্যদিকে, রাজ্য়ের শাসকদলের সদস্যদের বিরুদ্ধে টিকা কালোবাজারির অভিযোগ তুলেছে বিজেপি ৷ আর এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পড়ে বরাবরের মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই আমআদমিকেই ৷

দুর্ভোগ, হয়রানি, হতাশার সেই ছবিই স্পষ্ট হয়ে উঠেছে উত্তর 24 পরগনার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ৷ গত কয়েকদিন ধরে রাত জেগে লাইনে দাঁড়িয়েও টিকা পাননি বহু মানুষ ৷ বাড়িঘর ছেড়ে কোলের শিশুকে সঙ্গে নিয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনেই হত্যে হয়ে পড়ে রয়েছেন তাঁরা ৷ টিকা পাওয়ার জন্য সেখানেই অস্থায়ী আস্তানা গেড়েছেন ৷

মাখালগাছির বাসিন্দা বিশ্বনাথ সর্দার ৷ দু’দিন ধরে টিকার লাইনে অপেক্ষা করছেন তিনি ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, ‘‘দু’দিন ধরে হাসপাতাল চত্বরে রাত জেগে লাইন দিয়েও টিকা মিলছে না ৷ অসহায় অবস্থায় কোনওরকমে শুকনো মুড়ি খেয়ে পড়ে রয়েছি এখানে ৷ যদি টিকা পাওয়া যায়, সেই আশায় ৷ বৃষ্টি এলেও কিছু করার নেই ৷ খোলা আকাশের নীচে বসেই ভিজতে হবে ৷ আমরা দিন আনা, দিন খাওয়া মানুষ ৷ প্রশাসন একটু আমাদের দেখুক ৷ আমাদের বাইরে থেকে টিকা কেনার ক্ষমতা নেই ৷ তাছাড়া, সেই টিকা জালও হতে পারে ৷ তাই ভয়ে আছি ৷’’

আরও পড়ুন :COVID VACCINE CENTRE: নলহাটি ভ্যাকসিন কেন্দ্রে বিশৃঙ্খলা, ভিড়ে পড়ে গিয়ে আহত বেশ কয়েকজন

শম্পা ঘোষ নামে এক মহিলা বলেন, ‘‘মঙ্গলবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি ৷ কিন্তু টিকা না মেলায় পরিবারকে সঙ্গে নিয়েই রাত জাগতে হচ্ছে ৷ আমি থাইরয়েডের রোগী ৷ ওষুধ সঙ্গে নিয়ে লাইন দিচ্ছি ৷ বাইরে থেকে ভ্যাকসিন নেওয়ার ক্ষমতা আমাদের নেই ৷ সেই কারণেই সরকারি হাসপাতালে আসতে বাধ্য হয়েছি ৷ প্রশাসনকে বলব, হয় সবাইকে টিকা দিন ৷ না হলে টিকাকরণ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দিন ৷ এভাবে দিনের পর দিন হয়রানি সহ্য করা যাচ্ছে না ৷’’

হাসপাতালের সামনে রাত জেগে হত্যে দিয়েও অমিল করোনার টিকা

এদিকে, মঙ্গলবারই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, বুধবার কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট 200 জনকে টিকা দেওয়া হবে ৷ অথচ অপেক্ষায় রাত জাগছেন প্রায় হাজার জন ! কেন এই চূড়ান্ত অব্যবস্থা ? এর জন্য দায়ী কে ? তার জবাব মেলেনি ৷

Last Updated : Aug 4, 2021, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details